Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া প্রায়১৯২ জনকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক বৈঠকে বললেন অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/qZTxGI6KrIkকোভিডের সংখ্যা দিন দিন বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েক জন মারা গেছেন। সাধারণ মানুষ মাক্স না পরেই বাজারে ঘোরাঘুরি করছেন ।সরকারের পক্ষ থেকে প্রচার করলেও কর্ণপাত করেননি। হল…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/qZTxGI6KrIk

কোভিডের সংখ্যা দিন দিন বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কয়েক জন মারা গেছেন। সাধারণ মানুষ মাক্স না পরেই বাজারে ঘোরাঘুরি করছেন ।সরকারের পক্ষ থেকে প্রচার করলেও কর্ণপাত করেননি। হলদিয়া মহাকুমার অ্যাডিশনাল এসপি পার্থ ঘোষ আজ সাংবাদিক বৈঠক করলেন এবং তিনি বললেন আমরা গত এক সপ্তাহ ধরে মাইকিং প্রচার করেছি ।করোনা বিধি মেনে চলার জন্য সরকারি সব রকমের নির্দেশকে কার্যকরী করার জন্য। কিন্তু মানুষ সজাগ হয়নি ,সচেতন হয়নি তাই সচেতন করতে বাধ্য হয়ে হলদিয়া চৈতন্যপুর সুতাহাটা হাজরা মোড় গিরিশ মোড় সুতাহাটা মঞ্জুশ্রী সুপার মার্কেট ব্রজলালচক মিলন বিভিন্ন জায়গায় পুলিশ মানুষকে সচেতন করার জন্য নামলেন ।কোভিড  বিধি মেনে চলার জন্য যেমন আহ্বান করলেন যারা শুনলেন না এরকম প্রায় ১৯২ জন কে দুদিনে পুলিশ গ্রেপ্তার করেছে। মানুষকে সচেতন হতে হবে কোভিড ১৯ কে জয় করতে গেলে সরকারি নির্দেশ মেনে চলা ছাড়া আর কোন উপায় নেই বলে জানালেন পুলিশ সুপার পার্থ ঘোষ।


No comments