কোলাঘাটের মেচেদা বাজারে ক্রমাগত চোরেদের তাণ্ডব বাড়তে শুরু হয়েছিল বেশ কয়েকদিন ধরে।স্থানীয় সূত্রে খবর মেচেদা বাজারে প্রায় ১১ দিন ধরে এই চুরির ঘটনা ঘটছিল।কখনো বাইক, কখনো প্রাইভেট বড় গাড়ির চাকা, দোকানদারি সহ বিভিন্ন আসবাবপত্…
কোলাঘাটের মেচেদা বাজারে ক্রমাগত চোরেদের তাণ্ডব বাড়তে শুরু হয়েছিল বেশ কয়েকদিন ধরে।স্থানীয় সূত্রে খবর মেচেদা বাজারে প্রায় ১১ দিন ধরে এই চুরির ঘটনা ঘটছিল।কখনো বাইক, কখনো প্রাইভেট বড় গাড়ির চাকা, দোকানদারি সহ বিভিন্ন আসবাবপত্র চুরি হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক বাড়ছিল বেশ কয়েকদিন ধরে। অবশেষে গত রাতে কোলাঘাট থানার পুলিশ ও এলাকাবাসীদের যৌথ উদ্যোগে ছদ্মবেশে গোপন সিসি ক্যামেরা মাধ্যমে চোরকে ধরতে সক্ষম হয় কোলাঘাট থানার পুলিশ। গত রাতেই ওই যুবককে গ্রেফতার করে কোলাঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে।ওই যুবকের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি।কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছেন।
No comments