একুশে নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় পর্যায়ে সাতটি বিধানসভা নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ বুথ স্পর্শ কাতর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম হাইভোল্টেজ তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যা…
একুশে নির্বাচন পূর্ব মেদিনীপুর জেলার দ্বিতীয় পর্যায়ে সাতটি বিধানসভা নির্বাচন আজ অনুষ্ঠিত হয়। পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ বুথ স্পর্শ কাতর। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম হাইভোল্টেজ তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই প্রতিদ্বন্দ্বি ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারী এবং আইএসএফ সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখার্জি সকলের লক্ষ্য সেদিকেই। শিল্পশহর হলদিয়া অভিযোগ করেন সকালেই সংযুক্ত মোর্চার প্রার্থী মনিকা কর পাইক তার এজেন্টকে থাকতে দেওয়া হচ্ছেনা বুথ থেকে বের করে দেওয়া এবং তাদের প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে ।আর বেলা গড়াতেই শেষ লগ্নে অভিযোগ করল ভারতীয় জনতা পার্টি শাসক দল বাইক বাহিনী নিয়ে তান্ডব চালিয়েছে বিভিন্ন এলাকায় এবং প্রার্থীর নিজে থেকেই ছাপ্পা ভোট দেওয়ার সহযোগিতা করেছে বলে ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর এর হলদিয়ার বাসুদেবপুর রাজা রামমোহন শিক্ষানিকেতন ১৪৯ নম্বর বুথ এ ভোট গ্রহণ এর সময় দেখা গেলো বাইক বাহিনীর তান্ডব।শুধু তাই নয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ প্রায় এক ঘন্টার ও বেশি সময় ধরে হলদিয়ার তৃণমূল প্রার্থী ভোট কেন্দ্রে বসে ছাপ্পা ভোট করিয়েছে। তারা আরো অভিযোগ করেন হলদিয়া বিধানসভা এলাকায় বিভিন্ন বুথে সন্ত্রাস চালিয়ে ছাপ্পা ভোট করেছে তৃণমূল।
No comments