জনরোষের মুখে ময়নার বাকচা এলাকার তৃণমূল কর্মীরা দ্বিচারিতার অভিযোগ করলেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে । ৫০০ তৃণমুল নেতা কর্মী ঘরছাড়া । ভোট দিতে পারলেন না মযনাতে।নন্দীগ্রামে যখন হাই সিকিউরিটিতে মুড়ে ভোট প্রক্রিয়া শুরু করলেন নির্ব…
জনরোষের মুখে ময়নার বাকচা এলাকার তৃণমূল কর্মীরা দ্বিচারিতার অভিযোগ করলেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে । ৫০০ তৃণমুল নেতা কর্মী ঘরছাড়া । ভোট দিতে পারলেন না মযনাতে।নন্দীগ্রামে যখন হাই সিকিউরিটিতে মুড়ে ভোট প্রক্রিয়া শুরু করলেন নির্বাচন কমিশনার তখন সেই পূর্ব মেদিনীপুর জেলার ময়না ২০৬ বিধানসভার বাকচা অঞ্চলের প্রায় ৯২ পরিবারের ৫০০ জন তৃণমূল নেতা, কর্মী, সমর্থক ঘরছাড়া। এদের মধ্যে রয়েছেন বাকচা অঞ্চলের প্রধান, তৃণমূল পঞ্চায়েত সদস্য থেকে শুরু তৃণমূল কর্মী সমর্থকেরা। নির্বাচন কমিশনারকে বারে বারে জানিও এই ৯২ টা পরিবারে ৫০০ জন তৃণমূল কর্মী কে ভোট দেওয়া ব্যবস্থা করানো কোন প্রক্রিয়ায় করেনি বলে অভিযোগ করেন ঘরছাড়া তৃণমূল কংগ্রেসের সমর্থকরা। ঘরছাড়া তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ আমরা ভোট দিতে যেতে চাই।কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা করছে না। তবে বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির পাল্টা অভিযোগ ওই তৃণমুল নেতারা দীর্ঘ দিন ধরে এই বাকচা গ্রাম পঞ্চায়েত সন্ত্রাস চালিয়েছে তায় এলাকায় ফিরতে পারছে না।
No comments