বিধানসভা নির্বাচন।নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী নমিনেশনদিলেন রোড শোর মধ্য দিয়ে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহিষাদল বিধানসভার প্রার্থী তিলক চক্রবর্তী ও হলদিয়া বিধানসভার প্রার্থী স্বপন নস্কর একসাথে তিন জন আজ…
বিধানসভা নির্বাচন।নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী নমিনেশনদিলেন রোড শোর মধ্য দিয়ে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহিষাদল বিধানসভার প্রার্থী তিলক চক্রবর্তী ও হলদিয়া বিধানসভার প্রার্থী স্বপন নস্কর একসাথে তিন জন আজ হলদিয়া মহকুমার শাসকের নিকট নমিনেশন দেন। হলদিয়া মহকুমার শাসক অফিস এলাকায় তৃণমূল কর্মী যুব ছাত্র একত্রিত হয়ে দলীয় প্রার্থীর সমর্থনে উপস্থিত ছিলেন। আজকের নমিনেশনের মধ্যমণি ছিলেন নন্দীগ্রামের হেভিওয়েট হাইভোল্টেজ তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় , হলদিয়া থেকে নন্দীগ্রাম কপ্টারে করে ফিরেন। নন্দীগ্রামে থাকার কথা আগামীকাল সকালে তিনি কলকাতায় যাবেন এবং আগামীকালই নির্বাচনী ইশতেহার প্রকাশ হবে। কিন্তু নন্দীগ্রামে ফিরে মানুষের সঙ্গে জনসংযোগ ও প্রচারের সময় তিনার পায়ে চোট পান। এই মুহূর্তে তিনি কলকাতায় ফিরছেন বলে বিশেষ সূত্রে জানা যায়।
No comments