Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুধু বিঘে দুই" কবি শুভ্রাশ্রী মাইতি

ধান আর পানের মতো অক্ষরের শস্য ফলাব বলেউর্বরা রমণীর মতো শুয়ে থাকা বিঘে দুই জমির কাছেবীজধান হাতে আশ্রয় নিয়েছি বারবার ...চাষীঘামের কঠিন সাধনে শিরা-উপশিরা নদীর মতো ঢেউ তুলতেইআশীর্বাদী ফুলের পবিত্রতায় ঝরঝর করে ঝরে পড়লঅক্ষরপ্রতিমার আশ্…

 





ধান আর পানের মতো অক্ষরের শস্য ফলাব বলে

উর্বরা রমণীর মতো শুয়ে থাকা বিঘে দুই জমির কাছে

বীজধান হাতে আশ্রয় নিয়েছি বারবার ...

চাষীঘামের কঠিন সাধনে শিরা-উপশিরা নদীর মতো ঢেউ তুলতেই

আশীর্বাদী ফুলের পবিত্রতায় ঝরঝর করে ঝরে পড়ল

অক্ষরপ্রতিমার আশ্চর্য  আনন্দাশ্রু...

বীজধানের গা বেয়ে মাথা তুলে দাঁড়ালো শিশু শস্যের অমৃত ভান্ডার।

রূপশালী শৈশবের খিলখিল হাসিতে জমির বুকে ভারি হয়ে এল বাৎসল্যের নরম দুধ...

সে জমির আলপথে প্রণামের মুদ্রায় নত হতেই

অক্ষরশস্যের আদর হাওয়ায় শ্রীপঞ্চমীর শ্বেতঅঞ্চল উড়িয়ে

হংসপাখার নরম ডানায় নেমে এলেন আমার মগ্ন সরস্বতী...

এবার শুধু দেবীকে ছোঁয়ার অনন্ত, আশ্চর্য অপেক্ষা...

“শুধু বিঘে দুই" পত্রিকায় প্রথমবার কবিতার আলোয় আলোকিত হতে পারা যেন আমার কাছে সেই দেবীচরণ ছোঁয়ার অনন্ত সাধনার একটি পবিত্র সোপান। অনন্য এ সংখ্যাটির কবিতার হাত ধরে আশ্চর্য অনুভবী লড়াই সমস্ত প্রতিকূলতার বিরূদ্ধেও আমাদের মনজমিনে প্রোথিত করে অক্ষরের অনন্ত বীজধান। সম্পাদিকা সংগীতা বন্দ্যোপাধ্যায়কে জানাই শ্রদ্ধা ও আন্তরিক শুভেচ্ছা। প্রকাশিত চারটি গুচ্ছ কবিতাশস্যের দুটি তুলে দিলাম পাঠকবন্ধুদের করকমলে...স্বাদগ্রহণের আকুল প্রার্থনায়...

“শুধু বিঘে দুই" আদরশস্যে হেসে উঠুক আজীবন...





No comments