Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রক্তাক্ত পলাশ কলমে - শান্তালতা বিশই সাহা

বসন্তের রঙ ধরে-এই যে আবহমান হেঁটে চলা,এ আমার রঙের অভিসার।রক্তাক্ত পলাশ ওরা জানে,কত রক্ত ঝরিয়েছে হৃদয়।কাজল টানা চোখেহলুদ চঞ্চু শালিক,খয়েরী পাতার বুক থেকে-আমার বিষণ্নতা খুঁটে খায়।ঐ যে মাটি রঙ মেয়ে,মাটি তুলে দোল দেয়-মরদের কালো গায়ে,…

 





বসন্তের রঙ ধরে-

এই যে আবহমান হেঁটে চলা,

এ আমার রঙের অভিসার।

রক্তাক্ত পলাশ ওরা জানে,

কত রক্ত ঝরিয়েছে হৃদয়।

কাজল টানা চোখে

হলুদ চঞ্চু শালিক,

খয়েরী পাতার বুক থেকে-

আমার বিষণ্নতা খুঁটে খায়।

ঐ যে মাটি রঙ মেয়ে,

মাটি তুলে দোল দেয়-

মরদের কালো গায়ে,

ওর সোহাগ রঙ

ধার করে-

আমি শিমূল হয়ে-

দু'হাতে ছুঁয়ে ফেলি আকাশ।

আমার চারপাশে,,,,

ছড়িয়ে যায় আবির,

এই ভাসান বেলাতেও বীরাবণত হই- -

ব্রাহ্ম মুহূর্তর মতো।

জোনাকিরা দিয়ে যায়

 বিন্দু বিন্দু আলো রঙ,

আমি উদ্ভাসিত হই।

নেওয়ার পালা শেষ হলে-

দেওয়ার পালা আসে,

আমি চুপিচুপি 

রঙের ডালা উপুড় করি-

স্মৃতিভ্রষ্ট পাগলটার গায়ে।

কার্নিশের চাঁদ-

জ‍্যোৎস্না ছড়িয়ে দেয়,

চাঁদ জানে,

কেবল চাঁদই জানে-

ও আমার প্রথম প্রেমিক।

No comments