মীনাক্ষীর (Minakshi Mukherjee) প্রচারে এবার তারকা সমাবেশ। বাদশা, শ্রীলেখার মতো তারকারা এবার নন্দীগ্রামে। সংযুক্ত মোর্চার CPIM প্রার্থীর হয়ে বুধবার রোড শো করেন তাঁরা।২১-এর নির্বাচনে পাখির চোখ নন্দীগ্রামে। একদিকে যখন শুভেন্দু-মমতা …
মীনাক্ষীর (Minakshi Mukherjee) প্রচারে এবার তারকা সমাবেশ। বাদশা, শ্রীলেখার মতো তারকারা এবার নন্দীগ্রামে। সংযুক্ত মোর্চার CPIM প্রার্থীর হয়ে বুধবার রোড শো করেন তাঁরা।
২১-এর নির্বাচনে পাখির চোখ নন্দীগ্রামে। একদিকে যখন শুভেন্দু-মমতা দ্বৈরথে প্রায় রোজই হাইভোল্টেজ শো হচ্ছে, অন্যদিকে তখন পায়ে হেঁটেই জনসংযোগ তৈরিতে ব্যস্ত সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মীনাক্ষী। তবে, বুধবারটা ছিল অন্যরকম। এদিন মীনাক্ষীর প্রচারেও দেখা গেল তারকা সমাবেশ। এদিন তাঁর সমর্থনে নন্দীগ্রামের টেঙ্গুয়া পুল থেকে আসদতলা পর্যন্ত রোড শো করেন অভিনেত্রী শ্রীলেখা, অভিনেতা বাদশা সহ অন্যান্য টলিপাড়ার চেনা মুখেরা।
বাংলায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জোট প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান বাদশা, শ্রীলেখারা। মীনাক্ষীকেই বাংলার আসল তারকা বলে উল্লেখ করেন এই অভিনেতারা। সম্প্রতি, মীনাক্ষীকে সমর্থনের আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছিলেন প্রবীণ পরিচালক তরুণ মজুমদার।
তৃণমূল-BJP-র কাছে মীনাক্ষী কোনও ফ্যাক্টর নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। অন্যদিকে, রাজনৈতিক বিশ্লষকদের একাংশ মনে করছেন গ্রাউন্ড জিরো নন্দীগ্রামের লড়াই আর মমতা-শুভেন্দুর দ্বৈরথেই সীমাবদ্ধ নেই। তরুণ মুখ মীনাক্ষীকে দাঁড় করিয়ে এই লড়াই ত্রিমুখী হয়ে উঠেছে বলেই মনে করছেন তাঁরা।
No comments