Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শুভ জন্মদিন শ্রেয়া ঘোষাল

১৯৮৪ সালে আজকের দিনে বহরমপুরে জন্মগ্রহণ করেন  শ্রেয়া। মাত্র ৬ বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নিতে শুরু করেন তিনি। প্রথমে বিজ্ঞান বিভাগের ছাত্রী হলেও সঙ্গীতের জন্য বিজ্ঞান ছেড়ে পরে কলা বিভাগে পড়াশোনা শুরু করেন।।।মাত্র ১৬ ব…

 







১৯৮৪ সালে আজকের দিনে বহরমপুরে জন্মগ্রহণ করেন  শ্রেয়া। মাত্র ৬ বছর বয়স থেকে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা নিতে শুরু করেন তিনি। প্রথমে বিজ্ঞান বিভাগের ছাত্রী হলেও সঙ্গীতের জন্য বিজ্ঞান ছেড়ে পরে কলা বিভাগে পড়াশোনা শুরু করেন।।।

মাত্র ১৬ বছর বয়সে হিন্দি রিয়েলিটি শো 'সারেগামাপা'-য় জয়ী হন শ্রেয়া! তারই ফলস্বরূপ ২০০২ সালে সঞ্জয়লীলা বনশালির দেবদাসে প্রথম প্লে-ব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। আত্মপ্রকাশেই জয়জয়কার। তারপর শুধুই এগিয়ে চলার ইতিহাস। শেষপর্যন্ত ভারতের এক নম্বর গায়িকার তকমা। শুধু হিন্দি নয়, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মারাঠি, মালয়ালম, ভোজপুরি , পাঞ্জাবি,  নেপালি সহ বহু ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। 

বেস্ট ফিমেল প্লে-ব্যক সিঙ্গার হিসেবে ৪ বার জাতীয় পুরস্কার পেয়েছেন শ্রেয়া ঘোষাল। ঝুলিতে রয়েছে ৬টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে বেস্ট ফিমেল প্লে-ব্যাক সিঙ্গার, ৯টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সাউথ, ৪টে কেরল স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড, ২টো তামিলনাড়ু স্টেট ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে। এছাড়া  আরও অজস্র পুরস্কার।

২০১০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিয়ো প্রদেশের 

সরকারের তরফে শ্রেয়া ঘোষালকে সম্মানিত করা হয়। ২৬ জুন ' শ্রেয়া ঘোষাল ডে' হিসেবে ঘোষণা করা হয়।২০১৭ সালে শ্রেয়া ঘোষালই এদেশের প্রথম গায়িকা যাঁর মোমের মূর্তি রাখা হয় মাদাম তুসো জাদুঘরে ।

ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে ১০ বছরের  মিষ্টি সম্পর্কের পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিয়ে করেন তিনি। শ্রেয়ার স্বামী শিলাদিত্য পেশায় তথ্য প্রযুক্তি কর্মী, একটি ওয়েবসাইটের যুগ্ম কর্তা। এবার দাম্পত্যের জীবনের নয়া অধ্যায় শুরু হতে চলেছে তার। খুব শিগগিরই মা হতে চলেছেন তিনি। শুভ কামনা রইলো।

No comments