পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের পঞ্চানন্দ মন্দির চুরির ঘটনা ঘটে রবিবার রাতের অন্ধকারে।গ্ৰামের মানুষরা জানান - "রাত দুটো নাগাদ এলাকার কিছু ছেলে বিয়ে বাড়ি থেকে আসার সময় দেখেন কয়েকজন লোক মন্দিরের কাছ…
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের পঞ্চানন্দ মন্দির চুরির ঘটনা ঘটে রবিবার রাতের অন্ধকারে।গ্ৰামের মানুষরা জানান - "রাত দুটো নাগাদ এলাকার কিছু ছেলে বিয়ে বাড়ি থেকে আসার সময় দেখেন কয়েকজন লোক মন্দিরের কাছে দাঁড়িয়ে রয়েছে।তখনই কিছু লোক এগিয়ে গেলে দেখতে পাই যে মন্দিরের গেট ভাঙা অবস্থায় রয়েছে। চিৎকার করাতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়।এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করতেই দেখা যায় যে মন্দিরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার মন্দিরের অলঙ্কার এবং প্রণামী বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে"।মন্দিরের পুরোহিত বলেন - গ্ৰামের কয়েকজন যুবক বিয়ে বাড়ি থেকে ফেরার সময় লক্ষ করেন মন্দিরের পাশে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে তাদের সন্দেহ হয় তারা চিৎকার করতেই লোকগুলি পালিয়ে যান।এরপর তারা মন্দিরের উপর উঠে দেখেন তালা ভাঙা। এরপর তারা গ্ৰামের সকল মানুষকে ডাকেন।আমি এসে দেখি ঠাকুরের অলঙ্কার ও প্রনামী বাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে।প্রায় ১০ লক্ষ টাকার মতো জিনিস চুরি গেছে বলে আমার অনুমান।" ইতিমধ্যে পাঁশকুড়া থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
No comments