Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পুনরায় গ্রেপ্তার আনিসুর রহমান

সোমবার থেকেই শোনা যাচ্ছিল আনিসুর র‌হমানের বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করা হবে।কিন্তু গতকাল বিচারপতির অনুপস্থিতির জন্য মঙ্গলবার পূনরায় ওই মামলা খারিজ হবে।
সেইমতো মঙ্গলবার ৩টা ৪৫ নাগাদ আনিসুরকে মুক্ত করা হয়।কিন্তু আনিসুর রহমানের বি…

 




সোমবার থেকেই শোনা যাচ্ছিল আনিসুর র‌হমানের বিরুদ্ধে সমস্ত মামলা খারিজ করা হবে।কিন্তু গতকাল বিচারপতির অনুপস্থিতির জন্য মঙ্গলবার পূনরায় ওই মামলা খারিজ হবে।


সেইমতো মঙ্গলবার ৩টা ৪৫ নাগাদ আনিসুরকে মুক্ত করা হয়।কিন্তু আনিসুর রহমানের বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহার করা যাবেনা নির্দেশ দিলো হাইকোর্ট।প্রসঙ্গত গত বছর দুর্গাপূজার নবমীর রাতে নিজের দলীয় কার্যালয়ে খুন হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতির সভাপতি কুরবান শা কে। সেই খুনের মামলায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার হতে হয়েছিল তৎকালীন বিজেপি নেতা আনিসুর রহমানকে ।তবে সূত্রের খবর হঠাৎই তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার, রাজ্যের আবেদনে সাড়া দেয় তমলুক আদালত, কিন্তু তমলুক আদালতের নির্দেশ খারিজ করল হাইকোর্ট, খুনের মামলা প্রত্যাহার করা যাবেনা

জানালো শীর্ষ আদালত, গত ২৬ শে ফেব্রুয়ারি রাজ্যের আবেদনে সাড়া দিয়ে মামলা প্রত্যাহার করার নির্দেশ দেয়, এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হয় কুরবান শাহের ভাগ্নে জহর শাহ ও তার আইনজীবী, সেই আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, এই বিষয়ে জহর শাহের আইনজীবী বলেন-" এইরকম ঘৃণ্য কাজ যিনি করেছেন তার বিরুদ্ধে

সরকার সমস্ত মামলা প্রত্যাহার করলে আইনের প্রতি আস্থা হারাবেন সাধারণ মানুষ।" প্রসঙ্গত নন্দীগ্রাম আন্দোলনের সময় আনিসুর রহমানের বাইকে চাপতে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় কে, এরপর বহু বছর কেটে যাওয়ার পর তার উপর হঠাৎই সহানুভূতি আশায় তাহলে কি আনিসুর রহমান তৃণমূলে যোগদান করছে জল্পনা উঠছে রাজনৈতিক মহলে।আনিসুর রহমানকে বাড়ি ফেরার পথে কোলাঘাটে গ্ৰেফতার করল কোলাঘাট থানার পুলিশ এবং তাকে কোলাঘাট থেকে অবশেষে  তমলুক থানাতে নিয়ে আসা হয়েছে।


No comments