Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! হলদিয়া স্কুটার চালিয়ে বিজেপি প্রচার করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/zXV2E5H2ONQআসন্ন বিধানসভা নির্বাচন আগত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নন্দীগ্রাম মহিষাদল নন্দকুমার তমলুক নয়টি বিধানসভা এলাকায় ১লা এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব মেদিনীপ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/zXV2E5H2ONQ

আসন্ন বিধানসভা নির্বাচন আগত পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া নন্দীগ্রাম মহিষাদল নন্দকুমার তমলুক নয়টি বিধানসভা এলাকায় ১লা এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম হাই ভোল্টেজ প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারই দলে প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তার পাশেই শিল্প শহর হলদিয়া বিধানসভা গত পাঁচ বছর ধরে  বিধায়ক ছিলেন বামফ্রন্টের। তিনি এখন ভারতীয় জনতা পার্টির প্রার্থী তাপসী মন্ডল তারই প্রচারের জন্য ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে জাহাজ মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী বিভিন্ন সময় এসেছেন চা-চক্রে, গৃহ সম্পর্কে, সমাবেশ করেছেন ।আজকের হলদিয়া টাউনশিপ থেকে স্কুটার চালিয়ে হলদিয়া পৌরসভা বিভিন্ন ওয়ার্ড ঘুরে (অম্বুজা শপিং মল) মোড়ের সামনে পথসভায় যোগদান করে বলেন দীর্ঘ প্রায় তিন কিলোমিটার রাস্তা স্কুটার চালিয়ে মানুষের শুভেচ্ছা জানালেন ভারতীয় জনতা পার্টি প্রার্থী তাপসী মন্ডল এর সমর্থনে আগামী পয়লা এপ্রিল পদ্মফুলে ভোট দিয়ে মোদিজীর স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য সকলকে আহ্বান জানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।







No comments