নন্দীগ্রাম জিততে বহিরাগত দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছে এলাকায়, সোমবারও তা নিয়ে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ”বিভিন্ন রাজ্যের পুলিশের পোশাক কেনা হচ্ছে, সেগুলো জড়ো করা হচ্ছে গেস্ট হাউসগুলিতে। বুঝতে পারছেন, কীভাবে বাইরের …
নন্দীগ্রাম জিততে বহিরাগত দুষ্কৃতীদের ঢোকানো হচ্ছে এলাকায়, সোমবারও তা নিয়ে ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, ”বিভিন্ন রাজ্যের পুলিশের পোশাক কেনা হচ্ছে, সেগুলো জড়ো করা হচ্ছে গেস্ট হাউসগুলিতে। বুঝতে পারছেন, কীভাবে বাইরের লোক ঢুকিয়ে অশান্তি বাধাতে চাইছে?” পাশাপাশি মমতা এও উল্লেখ করেন, এরা সকলেই হেভিওয়েট বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর পরিচিত। এরপর তৃণমূল নেতৃত্বও কমিশনে গিয়েও প্রায় একই অভিযোগ জানাল। চিঠি দিয়ে তৃণমূলের আবেদন, নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ কেন্দ্রে সমাজবিরোধী কার্যকলাপ রুখতে যথাযথ নিরাপত্তা দেওয়া হোক। এছাড়া যে কোনও বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে পুলিশ যেন বাংলায় মোতায়েন করা না হয়, এই সংক্রান্ত আবেদনও জানানো হয়েছে তৃণমূলের তরফে। এক্ষেত্রে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যের কথা উল্লেখ করেছেন তিনি।
ভোটের আগে বারবারই নানা ঘটনায় উত্তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রাম। কখনও সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে হেনস্তা, কখনও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ। ভোটের দিন দুই আগে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও এসব ঘটনা ঘটেই চলেছে। ফলে সবমিলিয়ে নন্দীগ্রামের ভোট পরিস্থিতি নিয়ে টানটান উত্তেজনা সবমহলে। এই পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপি পরস্পর বিরোধী অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল।
No comments