দোল উৎসবের আবহে এগরায় পুরুন্দা মেলা শুরু হয়। মঙ্গলবার এগরা-১ ব্লকের আরবিসি গ্রাম পঞ্চায়েতের এক ক্লাবের উদ্যোগে আট দিনের পুরুন্দা মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সদস্য ও পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। এবার ৬৪ তম …
দোল উৎসবের আবহে এগরায় পুরুন্দা মেলা শুরু হয়। মঙ্গলবার এগরা-১ ব্লকের আরবিসি গ্রাম পঞ্চায়েতের এক ক্লাবের উদ্যোগে আট দিনের পুরুন্দা মেলার উদ্বোধন করলেন জেলা পরিষদের সদস্য ও পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক। এবার ৬৪ তম বর্ষে পদার্পণ করেছে এই পুরুন্দা মেলা। আয়োজক সংস্থার সম্পাদক সত্যদুলাল কর জানিয়েছেন, আট দিনের এই মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্নমোহৎসব, গুণিজন সংবর্ধনা ও সাহিত্য আলোচনা-সহ বিনানূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিপারুল হাইস্কুলের প্রধান শিক্ষক তথা এগরা বিধানসভার তৃণমূল প্রার্থী তরুণ কুমার মাইতি, এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, সহ-সভাপতি রাধাকান্ত বর, জেলা পরিষদের সদস্য অঞ্জনা বিশাল, ব্লকের কর্মাধ্যক্ষ আপতার খান, আরবিসি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান যোগেন্দ্রনাথ মাইতি, শিবনারায়ণ মাইতি প্রমুখ।
No comments