শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার পরে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় রাজ্য রাজনীতি সরগরম ছিল। দাদার অনুগামী নামে পৌরসভার কয়েক জন কাউন্সিলর। হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক গত ১৫ জানুয়ারি পদত্যাগ করেন। দীর্ঘ জল …
শুভেন্দু অধিকারী দল ত্যাগ করার পরে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় রাজ্য রাজনীতি সরগরম ছিল। দাদার অনুগামী নামে পৌরসভার কয়েক জন কাউন্সিলর। হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার আদক গত ১৫ জানুয়ারি পদত্যাগ করেন। দীর্ঘ জল গড়িয়েছে আসন্ন বিধানসভা নির্বাচন সামনে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হলদিয়া পৌরসভার কাউন্সিলর দের সম্মতিপত্র নিয়ে ছিলেন । কিন্তু চেয়ারম্যান সহ কাউন্সিলর অনেকেই উপস্থিত ছিলেন না। তৃণমূল কংগ্রেস ছেড়ে গেরুয়া শিবির রোগ দিলেন শ্যামল কুমার আদক,সত্যব্রত দাস, মুকুল রায় -এর হাত থেকে পতাকা নিয়ে ভারতীয় জনতা পার্টীর সদস্য হলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন পৌর পিতা শ্যামল আদক সহ তিনজন কাউন্সিলার,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধক্ষ আনন্দময় অধিকারী ও হলদিয়া টাউনশিপের তৃনমূল নেতা কঙ্কন ভূঞ্যা ও মানস ভূঞ্যা সহ ৩০০ জন তৃনমূল কর্মী।
No comments