যে জোগাল মুখের ভাষা সেজনই তো দিগদিশারিতাঁর দৌলতে মধু-রবির জুটেছিল বিপুল খ্যাতিতাঁর জন্য তো হবোই আমরা সারাজীবন সমব্যথীআমরা যারা বাংলা বর্ণ বলতে -পড়তে-লিখতে পারি।নাইবা হলো প্রতিটি দিন ফেব্রুয়ারির একুশ তারিখ তা বলে কি ভুলে যাব, কক…
যে জোগাল মুখের ভাষা সেজনই তো দিগদিশারি
তাঁর দৌলতে মধু-রবির জুটেছিল বিপুল খ্যাতি
তাঁর জন্য তো হবোই আমরা সারাজীবন সমব্যথী
আমরা যারা বাংলা বর্ণ বলতে -পড়তে-লিখতে পারি।
নাইবা হলো প্রতিটি দিন ফেব্রুয়ারির একুশ তারিখ
তা বলে কি ভুলে যাব, কক্ষনো না, করব পালন
এই দায়িত্ব সব বাঙালির বাঁচিয়ে রাখার সর্বস্ব পণ
তাঁর অপমান সইব না কেউ করছে যারা, ধিক শত ধিক!
যে ভাষাটি শিরায় শিরায়, যে ভাষাতে প্রেম নিবেদন
যে ভাষাতে কান্না হাসি পিউ পিউ বনপাপিয়া
চোখের কোণেও সেই ভাষাটি পরম প্রিয়, মরমিয়া
গানের সুরেও বাংলা ভাষা অমিল সারা বিশ্বে এমন।
বাংলা ভাষা মা আমাদের, মা ছাড়া দিন চলে না যে
লেখনীটি সচল থাকে কবিতা-গান-গল্প লিখে
বিদ্যাসাগর উপর থেকে দেখছে সবই অনিমিখে
চেতন কিংবা অবচেতন মনে সদাই মা বিরাজে।
সার্বভৌম ভারতবর্ষ ভালোই জানে ভারতবাসী
বাংলা ভাষার অমর্যাদা করছে যারা ক্ষমতাসীন
স্বার্থান্বেষী বাক্যবাগিশ কেন এমন মনোভাব হীন
উদারতা একটুও নেই কেবল কুরসি অভিলাষী।
No comments