পূর্ব মেদিনীপুর জেলার চার কোম্পানি আধাসেনা, পটাশপুর ময়না খেজুরি এবং নন্দীগ্রাম বিধানসভা এলাকায় রুটম্যাচ শুরু করলো ।রাজনৈতিক হিংসার উত্তর বিধানসভা চিহ্নিত এলাকায় আধা সেনা টহল শুরু করেছে ।ময়না বাকচায় পঞ্চায়েত এলাকায় এক কোম্প…
পূর্ব মেদিনীপুর জেলার চার কোম্পানি আধাসেনা, পটাশপুর ময়না খেজুরি এবং নন্দীগ্রাম বিধানসভা এলাকায় রুটম্যাচ শুরু করলো ।রাজনৈতিক হিংসার উত্তর বিধানসভা চিহ্নিত এলাকায় আধা সেনা টহল শুরু করেছে ।ময়না বাকচায় পঞ্চায়েত এলাকায় এক কোম্পানি বাহিনী আছে। ওই পঞ্চায়েত এলাকায় অনেক তৃণমূল নেতা-কর্মী ঘরছাড়া। আধাসেনা নামানোর পর ও ঘরছাড়া নেতাকর্মীরা ঘরে ফিরতে চাইছেন না বলে এক পুলিশ অফিসার জানান ।তারা বাড়িতে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন ।আগামী দু-একদিনের মধ্যেই প্রতিটি ব্লক এলাকায় এক কোম্পানি বাহিনী চলে আসবে বলে জানা যায়।
No comments