Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্থানীয় বিধায়কের প্রশ্নে চাপ বাড়ছে মহিষাদলে স্বীকার করছে তৃণমূলের নেতা

বিধায়কের দেখা নেই ; মহিষাদলে তৃণমূলের ভোট নেই!' ভোটের আগে তাই স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লেখা এইসব পোস্টার পড়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। যেখানে টানা দশ বছরের তৃণমূল বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদারকে এলাকায় দেখা যায় না ব…

 






বিধায়কের দেখা নেই ; মহিষাদলে তৃণমূলের ভোট নেই!' ভোটের আগে তাই স্থানীয় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লেখা এইসব পোস্টার পড়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। যেখানে টানা দশ বছরের তৃণমূল বিধায়ক সুদর্শন ঘোষ দস্তিদারকে এলাকায় দেখা যায় না বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষজন। তৃনমুল নেতাদের এলাকার লোকজন এই নিয়ে সরাসরি প্রশ্নও করছেন।
স্থানীয়দের প্রশ্নের মুখে পড়ে চাপ বাড়ছে মহিষাদলের তৃণমূল নেতাদের। নিজেরাই সেকথা স্বীকার করছেন ব্লক তৃনমুল নেতারা। "দুয়ারে সরকার", "পাড়ায় পাড়ায় সমাধান", "বঙ্গধ্বনি যাত্রা" সহ দলীয় বিভিন্ন কর্মসূচি নিয়ে গ্রামে গ্রামে এলাকায় এলাকায় গিয়ে নানা সমস্যার পাশাপাশি ব্লক তৃনমুল নেতাদের শুনতে হচ্ছে, "বিধায়ককে কেন এলাকায় দেখা যায় না?"
স্থানীয় তৃণমূল নেতাদের একাংশ স্বীকার করেই নিয়েছেন, 'সারা বছরই এই প্রশ্ন শুনতে হয়। তবে ভোট এগিয়ে আসায় মহিষাদলের মানুষজন এখন বেশি বেশি করেই বলছেন- বিধায়ক কোথায়?' এসবের মধ্যেই এই ইস্যুতে বিরোধী দল বিজেপি নেতৃত্বও তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়ছে না! বিধায়ককে এলাকায় দেখা যায় না, এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর এবং মানুষের তোলা বিভিন্ন প্রশ্নের মধ্যেই মহিষাদলের জায়গায় জায়গায় আজ দেখা গেল এইসব পোস্টার! কোনও কোনও পোস্টারে লেখা হয়েছে, 'দেখা নেই বিধায়কের,মহিষাদলের বিধায়ক কোথায়?'



No comments