Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার মানবিক মুখ প্রদীপ বিজলী

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Gq69lJS4LAY

করোনা আবহাও কাটিয়ে ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসছে, স্কুল-কলেজ ট্রেন-বাস স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, লকডাউন এর ফলে  অনেক মানুষ কাজ হারিয়েছেন। সেই সকল মানুষদের কাছ…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/Gq69lJS4LAY



করোনা আবহাও কাটিয়ে ধীরে ধীরে মানুষ স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসছে, স্কুল-কলেজ ট্রেন-বাস স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে, লকডাউন এর ফলে  অনেক মানুষ কাজ হারিয়েছেন। সেই সকল মানুষদের কাছে পৌঁছে যাচ্ছেন হলদিয়ার ভূমিপুত্র বিশিষ্ট সমাজসেবী প্রদীপ বিজলী।গত বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী ছিলেন প্রদীপ।  তিনি গত নির্বাচনে জয়লাভ করতে পারেনি কিন্তু তার আগে থেকেই মানুষের সঙ্গে থাকা তার নিবিড় সম্পর্ক রয়েগেছে। প্রথম থেকেই এলাকার মানুষের জীবনযাপনের সঙ্গে তিনি একাত্ম বোধ হয় থাকার চেষ্টা করেন।রঘুনাথপুর গ্রামে  রামচন্দ্রপুর রঘুনাথপুর বিজয়রামপুর আকুবপুর, কালীনগরে মানুষের হাতে শাড়ী ও লুঙ্গি তুলে দিলেন হলদিয়ার বিশিষ্ট সমাজসেবি প্রদীপ বিজলী ।


No comments