Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীঘাশ্রী কনভেনশন সেন্টারে বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশানের রাজ্য সম্মেলন

বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশানের রাজ্য সম্মেলন অাজ দীঘাশ্রী কনভেনশন সেন্টারে অায়োজিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্মেলনের উদ্বোধনের অাগেই পুলওয়ামায় শহীদ ভারতীয় সে…

 




বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশানের রাজ্য সম্মেলন অাজ দীঘাশ্রী কনভেনশন সেন্টারে অায়োজিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্মেলনের উদ্বোধনের অাগেই পুলওয়ামায় শহীদ ভারতীয় সেনাদের প্রতি শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন ও অাত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করা হয়।সম্মেলনে অন্যান্য রাজ্য ও দেশ থেকে প্রতিনিধি বর্গ উপস্থিত ছিলেন। সম্মেলনের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক অখিল গিরি, মামুদ হোসেন, সুপ্রকাশ গিরি, তরুণ জানা, প্রদীপ গায়েন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেক অানোয়ার উদ্দিন। সমস্ত প্রতিনিধি ও অতিথিবর্গকে ধন্যবাদ জানান সম্পাদক মলয় সামন্ত।বেঙ্গল কাজু অ্যাসোসিয়েশানের সভাপতি সেক অানোয়ার উদ্দিন কাজু শিল্পে অতিরিক্ত  চুঙ্গিকর,কেন্দ্রীয় সরকারের অামদানি শুল্ক, উচ্চহারে জিএসটি হারের বিলোপ সাধন সহ বিভিন্ন সমস্যার সমাধানের কথা উল্লেখ করেন। পৌর ও নগরোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁর বক্তব্যে বলেন কাজুবাদাম শিল্প শুধু কর্মসংস্থান নয় বৈদেশিক বাণিজ্যের প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ। প্রচুর বিদেশি মুদ্রা অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। করোনা লকডাউনের সময় কাজুবাদাম শিল্প শ্রমিকদের কর্মসংস্থান সুনিশ্চিত করে শ্রমিকদের পেটের ভাতের সুযোগ করে ছিল।  বিদেশ থেকে অামদানি করা কাজুবাদামের সরবরাহ করতে বন্দর কতৃপক্ষ কখনও কখনও ১৫ দিনের বেশি সময় নিয়ে কাজুবাদাম শিল্প মালিক দের হয়রানি বন্ধ করতে পোর্ট ট্রাস্ট কতৃপক্ষের সাথে কথা বলার অাশ্বাস দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। জিএসটির সরলীকরণ, চুঙ্গিকর ও অামদানি শুল্ক পুনর্বিন্যাস করার লক্ষে অর্থমন্ত্রীর সাথে কথা বলার অাশ্বাস দেন। ফিরহাদ হাকিম জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারের অন্তবর্তী বাজেটে তাজপুর বন্দরের জন্য ৭ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন। তাজপুর বন্দরের  কাজ অচিরেই শুরু হবে।পূর্ব মেদিনীপুর জেলায় তাজপুর বন্দর একদিকে কর্মসংস্থান অন্যদিকে কাজু সহ বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। ফিরহাদ হাকিম বলেন অাগামী দিনে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম  থেকে নির্বাচিত হয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ করে জেলার উন্নয়নের পথকে সুগম করে তুলবেন।





No comments