Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তৃণমূল যুব কংগ্রেসের হস্তক্ষেপে মহিষাদল সুপারম্যাক্সে নতুন চ্যাটার অফ ডিমান্ড হল

দীর্ঘ  কয়েকদিন ধরে মহিষাদল বিধানসভায় ইটামগরা -২ অঞ্চলে কাপাসএড়্যাতে সুপারম্যাক্স নামক একটি কোম্পানিতে লেবার দের দাবিদাবা নিয়ে কোম্পানির গেটে চলছিল অবস্থান বিক্ষোভ পরবর্তীকালে শ্রমিক প্রতিনিধিরা তাদের দাবিদাবার কথা জানায় পূর্ব মেদ…

 





দীর্ঘ  কয়েকদিন ধরে মহিষাদল বিধানসভায় ইটামগরা -২ অঞ্চলে কাপাসএড়্যাতে সুপারম্যাক্স নামক একটি কোম্পানিতে লেবার দের দাবিদাবা নিয়ে কোম্পানির গেটে চলছিল অবস্থান বিক্ষোভ পরবর্তীকালে শ্রমিক প্রতিনিধিরা তাদের দাবিদাবার কথা জানায় পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ মহাশয় কে। অর্নব দেবনাথ কোম্পানি আধিকারিক ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বসে আলোচনা সাপেক্ষে উভয় পক্ষকে একসাথে বসিয়ে শ্রমিকদের দাবিদাবা নিয়ে বসে শান্তিপূর্ণ আলোচনা করে নতুন চ্যাটার অফ ডিমান্ড তৈরি করে সমস্যার সমাধান করেন।এই চ্যাটার অফ ডিমান্ড তৈরির ফলে শ্রমিক শ্রেণীর মুখে খুশির হাওয়া। শ্রমিক প্রতিনিধি লক্ষণ পাল ও মহিষাদল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তরুন মন্ডল, জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ কে অসংখ্য ধন্যবাদ জানান। কারণ কোম্পানির আধিকারিক ও ইউনিয়ন পক্ষ কে এক জায়গায় বসিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে ২ বছরের জন্য  চ্যাটার অফ ডিমান্ড তৈরি করেন।

No comments