Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক থানার নিমতৌড়ি রায় মার্কেটে সোনার দোকানে চুরি

রাতের অন্ধকারে সোনা দোকানে গেট ভেঙে দুঃসাহসিক চুরি। চুরি গেল প্রায় ৪০ লক্ষ টাকার গহনা। পূর্ব মেদিনীপুর এর তমলুক থানার নিমতৌড়ি রায় মার্কেট এর ঘটনা। এলাকায় চাঞ্চল্য। জানা গেছে বিয়ের মরসুম বলে বিপুল পরিমাণ গহনা স্টক ছিল দোকানে। রাতে…

 





রাতের অন্ধকারে সোনা দোকানে গেট ভেঙে দুঃসাহসিক চুরি। চুরি গেল প্রায় ৪০ লক্ষ টাকার গহনা। পূর্ব মেদিনীপুর এর তমলুক থানার নিমতৌড়ি রায় মার্কেট এর ঘটনা। এলাকায় চাঞ্চল্য। জানা গেছে বিয়ের মরসুম বলে বিপুল পরিমাণ গহনা স্টক ছিল দোকানে। রাতের অন্ধকারে দোকানের পেছনের গেট ভেঙে ,তালা ভেঙে দোকানে ঢোকে প্রায় 12 জনের একটি চোরের দল। ভোরবেলা ঘটনা নজরে আসে পার্শ্ববর্তী দোকানদার দের। খবর দেওয়া হয় তমলুক থানায়। অভিযোগ দীর্ঘক্ষণ পর আসে পুলিশ। এই মুহূর্তে তমলুক থানার বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ৪১ নম্বর জাতীয় সড়ক থেকে ঢিল ছোড়া দূরত্বে এরকম জনবহুল মার্কেট এ চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তাহীনতায় পার্শ্ববর্তী দোকানগুলো।

No comments