শিল্প শহর হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সমর্থনে লাগানো ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার,খেজুরী বিভিন্ন এলাকায় এই ব্যানার পোস্টার ছেঁড়া হয় বলে অভিযোগ।এমন কি রবিবার পশ…
শিল্প শহর হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সমর্থনে লাগানো ব্যানার পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে।পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার,খেজুরী বিভিন্ন এলাকায় এই ব্যানার পোস্টার ছেঁড়া হয় বলে অভিযোগ।এমন কি রবিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, গড়বেতা, ঘাটাল, কেশপুর, শালবনি এলাকার বিজেপি কর্মীরা গাড়ি করে হলদিয়াতে আসার পথে হামলা চালানো হয় বলে অভিযোগ।যদিও এ সমস্ত অভিযোগই অস্বীকার করেছে তৃণমূল।
হলদিয়ার হেলিপ্যাড ময়দানে রাজনৈতিক সভা রয়েছে নরেন্দ্র মোদির।রাজনৈতিক সভা শেষে হলদিয়ায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। আমন্ত্রণ থাকলেও ওই অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক সভার সমর্থনে লাগানো ব্যানার-ফ্লেক্স ছেঁড়ার সাথে সাথে শনিবার রাত থেকেই বিজেপি কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জুড়ে ।পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি-র সহ সভাপতি শুভজিৎ রায় বলেন,"রবিবার সকালে হলদিয়ায়েতে প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার সময় মেদিনীপুরে সমর্থকদের গাড়ি আটকে মারধর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। দলের অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। ৩ জনের হাত ভেঙে দেওয়া হয়েছে। কেশপুরের আমরাকুচি এলাকায় এই হামলা চালানো হয়।"
অপরদিকে বিজেপি-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েকের দাবি, ‘‘শনিবার রাতে নন্দকুমারে ৪১ নম্বর জাতীয় সড়কের পাশে লাগানো প্রধানমন্ত্রীর ছবি লাগানো অনেক ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে নন্দীগ্রামের জানা বাজারে বিজেপি-র কর্মিসভা চলাকালীন হামলা চালিয়েছে তৃণমূল।সেই সাথে খেজুরী হেঁড়িয়াতেও ছেঁড়া হয়েছে ফ্লেক্স।’’
বিজেপি অভিযোগ করলেও তা অস্বীকার করেছে তৃনমূল।রাজ্যের শাসক দলের পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম কো অর্ডিনেটার মামুদ হোসেন বলেন এই জেলায় বিজেপির কোন শক্তি নেই ।উল্টে নিজেদের গোষ্ঠী কোন্দলে ভুগছে।তার জেরেই এই কান্ড ।এখন দায় চাপাচ্ছে তৃনমূলের ঘাড়ে।
No comments