কোলাঘাট ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে কোলাঘাট বিডিও অফিস থেকে স্টেশন পর্যন্ত মহামিছিল করলো তৃনমূল।আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী গড়তে এবং বাংলার গনতন্ত্র বাঁচাতে রাজ্যথেকে বিজেপিকে হঠাতে এই মহা…
কোলাঘাট ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শনিবার বিকেলে কোলাঘাট বিডিও অফিস থেকে স্টেশন পর্যন্ত মহামিছিল করলো তৃনমূল।আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দলকে শক্তিশালী গড়তে এবং বাংলার গনতন্ত্র বাঁচাতে রাজ্যথেকে বিজেপিকে হঠাতে এই মহামিছিল কর্মসূচী বলে জানাগেছে।এদিনের এই মহা মিছিলে উপস্থিত ছিলেন কোলাঘাট ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জী,প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, সুমিত্রা পাত্র,আজগর আলি,উজ্জ্বল ভট্টাচার্য, অসীম মাজি সহ একাধিক তৃনমূল নেতৃত্বরা।
No comments