রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের ঘোষণার পর পাঁশকুড়া পশ্চিম বিধানসভার উদ্যোগে পাঁশকুড়া পি ডব্লুই ডি ময়দানে পৌরসভা ও ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের ফুটবল টুর্নামেন্ট।ট্রফির নামকরণ যেখানে থাকছে "বাংলার গর্ব মম…
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের ঘোষণার পর পাঁশকুড়া পশ্চিম বিধানসভার উদ্যোগে পাঁশকুড়া পি ডব্লুই ডি ময়দানে পৌরসভা ও ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের ফুটবল টুর্নামেন্ট।ট্রফির নামকরণ যেখানে থাকছে "বাংলার গর্ব মমতা কাপ"সামনে বিধানসভা নির্বাচন ,সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মসুচী বিভিন্ন আঙ্গিকে তুলে ধরছেন মমতা ব্যানার্জী। যেখানে ১১ তারিথ থেকে ২১ তারিখ পর্যন্ত এভাবেই কখনও খেলা, কখনও কর্মী সম্মেলন তো কখনও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লাগাতার কর্মসুচী পালন করবে বর্তমান শাসকদল।এদিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় এমন এক টুর্নামেন্ট অনুষ্ঠান করে ব্লক তৃণমূল সভাপতি দীপ্তি জানা বলেন, অনেকে অনেক কথা বলবেন, কোথায় কি হবে জানি না, তবে আমাদের পশ্চিম বিধানসভা কেন্দ্র তৃণমূলের শক্ত ঘাঁটি, এখানে গত ২০০১ সালে লোকসভা ও ২০০৭ সালে পৌরসভা থেকে শুরু করে আজ অবধি আমরা জিতেছি, আগামীদিনেও জিতব, যাঁরা বলেছিল ২০১১ ও ২০১৬ সালে হেরে যাবে তাঁদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা ২০২১ শে আবার জিতছি।
No comments