Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! বরদা রেলস্টেশনে রেলে কাঁটা হলেন অজ্ঞাত এক মহিলা

হলদিয়া লোকাল  বরদা রেলওয়ে স্টেশনে মাল ট্রেনে  একজন মহিলা প্ল্যাটফর্ম চেঞ্জ করার সময়। উপর থেকে উঠে না গিয়ে নিচ থেকে  রেললাইন পার হতে গিয়ে  তৎক্ষণাৎ মাল ট্রেন এসে যাওয়াতে দুর্ঘটনার কবলে পড়েন।  মমান্তিক দৃশ্য দেখে স্টেশনে অন্…

 






হলদিয়া লোকাল  বরদা রেলওয়ে স্টেশনে মাল ট্রেনে  একজন মহিলা প্ল্যাটফর্ম চেঞ্জ করার সময়। উপর থেকে উঠে না গিয়ে নিচ থেকে  রেললাইন পার হতে গিয়ে  তৎক্ষণাৎ মাল ট্রেন এসে যাওয়াতে দুর্ঘটনার কবলে পড়েন।  মমান্তিক দৃশ্য দেখে স্টেশনে অন্যান্য যাত্রীরা  হতবাক হয়ে যায়, বারে বারে রেলের দফতরের উদ্যোগে সতর্ককরণ করার পরেও এই ধরনের কাজ হওয়ার জন্যই এই দুর্ঘটনার কবলে পড়তে হলো। আর এই দৃশ্য দেখে সাধারন মানুষ শিহরিত হয়ে উঠলো।  রেলওয়ে কর্তৃপক্ষ বারে বারে সতর্কতা ঘোষণা করা সত্বেও শেষরক্ষা হয়নি, সাধারণ মানুষের আরো সচেতন হত্তয়া দরকার। অজ্ঞাত মহিলা কে সনাক্ত করা যায়নি। অবশ্যই প্রশাসনিক ভাবে জানা যাবে। নিত্যযাত্রী কল্যাণ সমিতির সদস্য ছবি লাল পাল বলেন আমাদের উদ্যোগে আয়োজিত সচেতনতা মুলক কমসুচি বাস্তবায়ন করা হয়েছে। আগামী দিনে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে চলতে হবে।ঐ মহিলার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।


No comments