Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বৈষম্য -- কবি (লোপামুদ্রা মুখার্জী)

শঙ্কর বাগদির বেটির নাম ফুলটুসি
পাপড়ি টস্কানোর অপেক্ষা তার হাসি,
আমাদের কুলকুলতির সেই মেয়ে বেলা
পাথরকুঁচি লুচি, জুঁই ভাত খেলনা মেলা,
পিউপা হতে সুন্দরী মথের পরিবর্তন
পাল্টায় সব সময় কাল কে থামে কখন?
পড়াশোনাতে কলেজ স্কুল গণ্ডি …

 




শঙ্কর বাগদির বেটির নাম ফুলটুসি
পাপড়ি টস্কানোর অপেক্ষা তার হাসি,
আমাদের কুলকুলতির সেই মেয়ে বেলা
পাথরকুঁচি লুচি, জুঁই ভাত খেলনা মেলা,
পিউপা হতে সুন্দরী মথের পরিবর্তন
পাল্টায় সব সময় কাল কে থামে কখন?
পড়াশোনাতে কলেজ স্কুল গণ্ডি হয়ে পার
গ্রাম্য সারল্যতায় সে সবার প্রিয় মনিহার,
নাম তার বাবলু ইলেকট্রিকের সে দোকানি
চলতি ফেরতি মনের আমদানি রপ্তানি,
মন ভোলায় নানাভাবে সেই ইষ্টিকুটুম
না বলে বিয়ে হলো আগডুম বাগডুম!
নদীর এপার ওপার ভেঙ্গে জল ছলাৎ ছল
সপ্তাহ পার ভাই এসে বলে দিদি বাড়ি চল,
দিদির সঙ্গে জামাই হলো দ্বিরাগমন
ফিরে শ্বশুর বাড়ি এতো অন্য মানুষ জন!
অনিদ্রার হটাৎ স্বপ্ন আগুণ আগুন নিয়ে
চেঁচিয়ে মাঝ রাত্রে উঠে ফোন করে গিয়ে ,
ওপার থেকে কে ফুঁপিয়ে ওঠে বিষম কান্না
মাগো গায়ে আগুন দেবে আর বাঁচবো না,
মোটর সাইকেল আর কিছু নগদ টাকা কড়ি
দিয়ে যাও না  মা ওকে এনে তারাতারি,
একদিনও খাই নি পেটপুরে যে মা আমি
অকথ্য অত্যাচার সবাই সঙ্গে নিয়ে স্বামী!
কাঁদিস না মা কাল যাবো বাবাকে নিয়ে
নিয়ে আসবো তোকে আগের মর্যাদা দিয়ে ,
সিঁদুর মুছে ফের হবি তুই আমাদের মেয়ে
সজ্জিত করবো তোকে বিদ্যায় নয় দশভূজায়
দেখি কে আগুন দিতে পারে আমার প্রতিমায়,
বলি ও বড় পণ নেওয়া কিছু কাপুরুষের দল
দেবী জ্ঞানে মাতৃ পূজা কেনো করিস বল!
এতই তীব্র তোদের নোখ দাঁত বেড়ানো লালসা
এবার থেকে পাপ হতে করিস না দেবী পূজা
নারীকে দেবী জ্ঞানে পূজা করতে যদি পারিস
তবেই সুখ ঝড়ে পড়বে গা দিয়ে তোদের অহর্নিশ,
ভালো থাক ভালো রাখ তোরা সবাইকে সকলে  সব মন শুদ্ধ হবে সব বৈষম্য  যে উঠে গেলে।


No comments