Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেছেদা ইসকন মন্দিরে নিত্যানন্দ প্রভুর উৎসবে উপস্থিত শুভেন্দু

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে ইসকন মন্দিরে শ্রীমন নীতানন্দ প্রভুর স্মরন উৎসবে উপস্থিত হয়েছিলেন সদ্য তৃনমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী।ভোট ঘোষণার পর এই প্রথম অরাজনৈতিক মঞ্চে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মন্…

 





শনিবার পূর্ব মেদিনীপুর জেলার মেচেদাতে ইসকন মন্দিরে শ্রীমন নীতানন্দ প্রভুর স্মরন উৎসবে উপস্থিত হয়েছিলেন সদ্য তৃনমূল থেকে বিজেপিতে আসা শুভেন্দু অধিকারী।ভোট ঘোষণার পর এই প্রথম অরাজনৈতিক মঞ্চে উপস্থিত হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মন্দিরের পাশে অবস্থিত একটি মঞ্চে ভক্তদের সঙ্গে করতালের পাশাপাশি কৃষ্ণনাম নিয়ে মেতে উঠেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।সারা বছর যে পড়াশুনা করে পরীক্ষার সময় তাকে চিন্তা করতে হয়না। শনিবার মেচেদায় ইসকন মন্দিরে নিত্যানন্দ মহাপ্রভুর আর্বিভাব দিবসে এসে আসন্ন বিধানসভা ভোট নিয়ে এমনই মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন এটা আমার আস্থার জায়গা সনাতনী ধর্মের জায়গা। ভগবান তাঁর সঙ্গে আছে এই বিশ্বাস করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এরাজ্যে ৮ দফায় ভোট করতে চলেছে, সেই নিয়ে অবশ্য সুর জড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই প্রসঙ্গ নিয়েও কার্যত মুখ্যমন্ত্রী কে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী,এইদিন তিনি বলেন রাজ্যে যেভাবে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে তাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, পাশাপাশি নন্দীগ্রামে সিপিআইএম কোনো প্রার্থী না দিয়ে প্রার্থী হতে চলেছে আব্বাস সিদ্দিক কুল্লা সেই প্রসঙ্গ নিয়েও তিনি বলেন আমি এই নিয়ে কোন মন্তব্য করব না যদিও তাদের এত ভয় কেন।


No comments