Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এস বি আই ব্যাংকের ভেতরে সিসিটিভি ক্যামেরা থাকা সত্বেও টাকা ছিনতাই হল এক সিনিয়ার সিটিজেন্টের

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/yKvuMOEWgnU
পূর্বমেদিনীপুর জেলার মেছেদাতে স্টেড ব্যাঙ্কের ভেতর থেকে একাধিক বার সিনিয়ার সিটিজেনটদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের প্রতিবাদে সকল সিনিয়ার সিটিজেনটরা এবং ওই এলাকার স্থানীয় বাসিন্দারা …

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/yKvuMOEWgnU


পূর্বমেদিনীপুর জেলার মেছেদাতে স্টেড ব্যাঙ্কের ভেতর থেকে একাধিক বার সিনিয়ার সিটিজেনটদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের প্রতিবাদে সকল সিনিয়ার সিটিজেনটরা এবং ওই এলাকার স্থানীয় বাসিন্দারা ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ করেন বুধবার। জানা যায় দীর্ঘ দিন ধরে এই ব্যাঙ্কের ভেতর এবং বাইরে থেকে বহু মানুষের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তবে এই ছিনতাইয়ের ঘটনা বারবার পুলিশ প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা মিলেনি।এমনকি ব্যাঙ্ক ম্যানেজার এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেননি। ব্যাঙ্কের ভেতরে এবং বাইরে নিরাপত্তা হীনতায় ভুগছেন এই কারনেই তারা আজ ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ করেন। সিনিয়র সিটিজেন সুকদেব সামন্ত বলেন-"৪৫ হাজার টাকা তোলার পর সেই টাকা ব্যাগে রাখি। তারপর হঠাতই লক্ষ্য করে ব্যাগটি কাটা।ব্যাগে হাত দিয়ে দেখি ব্যাগে টাকা নেই। এরপর বিষয়টি ম্যানেজারকে জানালে ম্যানেজার সিসিটিভি ফুটেজ দেখলেন কিন্তু সেখানে আমাদেরকে দেখাই গেল না। এরপর পুলিশ প্রশাসনকে জানাই কিন্তু টাকা উদ্ধার হলো না। সিসিটিভি থাকাকালীন যদি আমাদের নাই দেখা গেল তাহলে ব্যাংকের ভেতরে কেন সিসিটিভি রাখা হয়েছে।"স্থানীয় বাসিন্দা সুকুমার হাজরা বলেন-"গতকাল মাস্টারমশাই শুকদেব সামন্ত টাকা তুলতে এস বি আই ব্যাংকে আসেন।১১.৩০ টার সময় উনি টাকাটা তুলেন। এরপর নিজের অন্যান্য কাজ গুলি করেন। কিন্তু কাজ সেরে হঠাৎ লক্ষ্য করেন তার ব্যাগের একটি অংশ ব্লেড দিয়ে কাটা। এরপর উনি ব্যাংক ম্যানেজারের কাছে যান এবং বলেন আমার ৪৫০০০ টাকা ছিনতাই হয়েছে। এরপর ব্যাংক ম্যানেজার সিসিটিভি ক্যামেরা চেক করেন। তবে আশ্চর্যের বিষয় সিসিটিভি ক্যামেরার মধ্যে উনাকে কোথাও দেখা যায়নি। এরপর বিষয়টি পুলিশ প্রশাসনকে জানালেন ওনারা আসেন এবং ওনাকে বুঝিয়ে সুজিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এই ঘটনায় জানাজানি হওয়ার পর এসবিআই গ্রাহক ও স্থানীয় মানুষরা আজ সকাল ৯ টা থেকে এই ব্যাংকের সামনেই অবস্থান-বিক্ষোভ করছি। আমার মনে হয় এর সাথে ব্যাংকের ম্যানেজার যুক্ত আছেন। উনার যদি এই চিন্তাই এর সাথে সংযোগ না থাকতো তাহলে উনি গতকালই এর সুরাহা করতে পারতেন। আমরা চাই ব্যাঙ্ক ম্যানেজার আমাদের সাথে আলোচনায় আসুক এবং প্রকৃত দোষীকে প্রশাসনের মাধ্যমে ধরতে সাহায্য করুন।"




No comments