কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মহিষাদল বিধানসভায় তৃণমূলের কংগ্রেসের মিছিল।রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় দলীয় প্রার্থী প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্র সরক…
কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে মহিষাদল বিধানসভায় তৃণমূলের কংগ্রেসের মিছিল।রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় দলীয় প্রার্থী প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি, গ্যাসের মূল্য বৃদ্ধি, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির এবং কৃষি আইন বাতিলের প্রতিবাদ জানিয়ে মিছিল সংঘটিত হয়। মহিষাদল বিধানসভা মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেস মহিষাদল ব্লক সভাপতি তিলক চক্রবর্তী সহ-সভানেত্রী শিউলি দাস। তিলক বাবু বলেন কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি জন্য দিনদিন মূল্যবৃদ্ধির ঘটে চলেছে। সেই মূল্য বৃদ্ধির জন্য সাধারণ মানুষ নাভিশ্বাস হয়ে পড়ছে। গ্যাস পেট্রোল ডিজেল যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর মূল্য বৃদ্ধির জন্য, এছাড়া কৃষি বিল প্রত্যাহারের দাবি নিয়ে প্রতীকী গ্যাস সিলেন্ডার মাথায় করে নিয়ে মিছিল সংঘটিত হয়।
No comments