লোক জনশক্তি পার্টির আজ বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের মেছেদায় এক সভাগৃহে।আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯৪ টি বিধানসভার সিটেই প্রার্থী দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিলো এদিন।রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে এদিন সিদ্ধান্ত হয়…
লোক জনশক্তি পার্টির আজ বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুরের মেছেদায় এক সভাগৃহে।আসন্ন বিধানসভা নির্বাচনে ২৯৪ টি বিধানসভার সিটেই প্রার্থী দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিলো এদিন।রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে এদিন সিদ্ধান্ত হয়।এদিন রাজ্যের নেতা রঞ্জিত সাহু সাংবাদিক বৈঠক করে জানান,দলের নেতৃত্ব চিরাগ পাশোয়ানের নেতৃত্বে দল এন ডি এ তে থাকলেও এই রাজ্য এককভাবে লড়বে।তবে যদি কোন দল এই রাজ্যে সহযোগী হয়ে লড়ে তাহলে সে পথ খোলা রয়েছে।আগামী কয়েকদিনের মধ্যেই সারা রাজ্যে ঝাঁপিয়ে পড়বে ' লোক জনশক্তি পার্টির কর্মীরা।আজ মেছেদায় সমস্ত দলীয় প্রার্থী যারা হবেন,তাদের নিয়ে এদিন বিশেষ বৈঠক হয়।
No comments