হলদিয়া খঞ্জনচক গ্রামে প্রতিবছরের ন্যায় এ বছর ও একদিনের দিবারত্রি ক্রিকেট প্রতিযোগিতা ও দুঃস্থদের জন্য বস্ত্র বিতরণ এবং বর্তমানে ধর্মনিয়ে যে রাজনীতি চলছে তার জন্য সমাজে একশ্রেণীর মানুষ সাম্প্রদায়িক শক্তির বীজ রোপন করছে তার জন্য সম…
হলদিয়া খঞ্জনচক গ্রামে প্রতিবছরের ন্যায় এ বছর ও একদিনের দিবারত্রি ক্রিকেট প্রতিযোগিতা ও দুঃস্থদের জন্য বস্ত্র বিতরণ এবং বর্তমানে ধর্মনিয়ে যে রাজনীতি চলছে তার জন্য সমাজে একশ্রেণীর মানুষ সাম্প্রদায়িক শক্তির বীজ রোপন করছে তার জন্য সমাজে সম্প্রিতী নষ্ট হচ্ছে।সেই সম্প্রিতী বজায় রাখার জন্য সব ধর্মের ধর্ম গুরুদের এক মঞ্চে উপস্থিত করে সম্প্রিতীর বার্তা দেওয়ার ব্যাবস্থা করে এই ক্লাব।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃনমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি পার্থ সারথি মাইতি,পূর্ব মেদিনীপুর জেলা তৃনমূল যুব কংগ্রেসের সম্পাদক অর্নব দেবনাথ, হলদিয়া পৌরসভার নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নারায়ণ চন্দ্র প্রামানিক,হলদিয়া পৌরসভার দুই পৌরপরিষদ সদস্য সেক আজিজুল রহমান ও স্বপন নস্কর, এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া শহর তৃনমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি অমিত প্রামাণিক,আাশ্রমের ধর্মগুরু শান্তা মহারাজ,চার্জের ফাদার বাপি ঘোড়াই,মুসলিমদের ধর্মগুরু মৌলানা দিল মহম্মদ,সবাই একে একে করে সম্প্রিতীর উদ্দেশ্য বক্তব্য রাখেন। এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মহঃ হাকিম।একে একে করে সবাই বক্তব্য রাখেন তারপর একে একে করে বিশিষ্ট অতিথিরা দুঃস্থ ব্যাক্তিদের হাতে বস্ত্র তুলে দেন।
No comments