Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ জম্মু কাশ্মীরের পুলওয়ামার 42 জন বীর শহীদের স্মৃতির উদ্দেশ্যে মুমূর্ষু রোগীর জন্য এই রক্তদান..

শিক্ষিকা শ্রীমতি দুর্গারানী দে র ভারত সরকারের বিজ্ঞান প্রসার নেটওয়ার্ক ক্লাবের আফিলিয়েশন প্রাপ্ত ক্লাব সুচেতনা সায়েন্স ক্লাব,VP -WB0113,নারান্দা, পাঁশকুড়ার কো-অর্ডিনেটর হিসাবে তৃতীয় কর্মসূচি  রক্তদান উৎসব আজ 14 ই ফেব্রুয়ারি,…

 





শিক্ষিকা শ্রীমতি দুর্গারানী দে র ভারত সরকারের বিজ্ঞান প্রসার নেটওয়ার্ক ক্লাবের আফিলিয়েশন প্রাপ্ত ক্লাব সুচেতনা সায়েন্স ক্লাব,VP -WB0113,নারান্দা, পাঁশকুড়ার কো-অর্ডিনেটর হিসাবে তৃতীয় কর্মসূচি  রক্তদান উৎসব আজ 14 ই ফেব্রুয়ারি,2021,  উদযাপিত হলো নারান্দা  ইউথ সোসাইটির সহযোগিতায়। জনকল্যাণমূলক কর্মসূচীর অংশ হিসাবে শিক্ষিকা তাঁর অন্যান্য কর্মসূচির ন্যায় অন্তরের তীব্র আকাঙ্ক্ষায় নিজ হতে উক্ত কর্মসূচিতে যোগদান করেন। প্রায় 30 জন স্বেচ্ছা রক্তদাতা এই দিন রক্ত দান করেন। পাঁশকুড়া সুপার ফেসিলিটি হসপিটাল তত্ত্বাবধানে এই রক্তদান গৃহীত হয়। অনুষ্ঠানএর শুরুতে ভারত সরকার বিজ্ঞান প্রসারের বিজ্ঞান ক্লাব সুচেতনা বিজ্ঞান ক্লাবের পক্ষ থেকে অতিথিদের উত্তরীয় পুষ্পস্তবক এবং ব্যাজের মাধ্যমে অতিথিদের বিশেষ বরণ করে নেওয়া হয়। জম্মু-কাশ্মীরে পুলওয়ামা 42 জন তরুণ শহীদের স্মৃতির উদ্দেশ্যে এবং মুমূর্ষু রোগীদের রক্তদান কর্মসূচির অংশ হিসাবে সমাজে রক্তদানের মানসিকতা সম্প্রসারণের জন্য বহু বিশিষ্ট সরকারি ও বেসরকারি দপ্তর , বিদ্যালয় এবং সংস্থাকে,  শিক্ষারত্ন, জাতীয় এবং আন্তর্জাতিক সম্মাননা য় ভূষিত শিক্ষিকা দুর্গা রানী দে  মহাশয়া আমন্ত্রণ জানিয়েছিলেন।আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পাঁশকুড়া স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটির সেক্রেটারি শ্রী  অঞ্জন মণ্ডল মহাশয় এবং শিক্ষারত্ন পাঁশকুড়া বাটলি বাট হাই স্কুলের শিক্ষক ফ্রী মানসকুমার দাস মহাশয়।। উল্লেখ্য গত 12 ই জানুয়ারি বিবেকানন্দের জন্ম দিবসে বিজ্ঞান প্রসার দপ্তর হতে এই ক্লাব আফিলিয়েশন প্রাপ্ত হয়। পরবর্তী দুটি কর্মসূচি নভেল করোনা ভাইরাস সচেতনতা এবং স্যানিটাইজার প্রদান অনুষ্ঠিত হয় নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং সুচেতনা সায়েন্স ক্লাব এর কো-অর্ডিনেটর শ্রীমতি দুর্গারানী দে তত্ত্বাবধানে ও পরিচালনায়।


No comments