তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার শংকর আড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ১৬ ও ১১ নম্বর ওয়ার্ডের মাঝ বরাবর শংকর আড়া খালে আজ দুপুর সদ্যোজাত শিশুর মৃতদেহটিকে ভাসতে দেখা যায় শনিবার দুপুর ২ টা নাগাদ। বিষয়টি প্রথমে নজরে আসে এলাকাবাসীদের।এলাকাবাস…
তমলুকের তাম্রলিপ্ত পৌরসভার শংকর আড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ১৬ ও ১১ নম্বর ওয়ার্ডের মাঝ বরাবর শংকর আড়া খালে আজ দুপুর সদ্যোজাত শিশুর মৃতদেহটিকে ভাসতে দেখা যায় শনিবার দুপুর ২ টা নাগাদ। বিষয়টি প্রথমে নজরে আসে এলাকাবাসীদের।এলাকাবাসী দের মধ্যে কেউ কেউ অনুমান করেন মেয়ে সন্তান হওয়ার ফলে সদ্যজাত শিশুটিকে খালের জলে ফেলে দেওয়া হয়েছে। আবার অনেকে মনে করেন সন্তানটি জন্মানোর পর মৃত হয়েছিল সেই কারণে সন্তানটিকে খালের জলে ফেলে দেওয়া হয়েছে।এরপর স্থানীয় মানুষেরা ঘটনাটি জানায় জানায় তমলুক থানার পুলিশকে। তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে এসে ওই মৃত বাচ্চাটিকে উদ্ধার করে এবং ঘটনার তদন্তে নামেন
No comments