পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া আটবেড়িয়াতে ২৩ শে জানুয়ারি উপলক্ষে এবং দলীয় অনুষ্ঠানে এসে সদ্য জেলা যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পাওয়া সুপ্রকাশ গিরি মন্তব্য করেন-" ক্ষমতা থাকলে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্…
পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া আটবেড়িয়াতে ২৩ শে জানুয়ারি উপলক্ষে এবং দলীয় অনুষ্ঠানে এসে সদ্য জেলা যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পাওয়া সুপ্রকাশ গিরি মন্তব্য করেন-" ক্ষমতা থাকলে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হয়ে দেখাক শুভেন্দু অধিকারী , ৫০০০০ ভোটের মধ্যেই আটকে রাখবো আমরা যুবরা, হুমকি সদ্য জেলা যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব পাওয়া সুপ্রকাশ গিরি ( অখিল গিরির ছেলে )।পাশাপাশি শুভেন্দুর পূর্ব ঘোষিত কাঁথিতে কোন ডেভলপমেন্ট হয়নি-- এই প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারীকে অশিক্ষিতের আখ্যা দিয়ে বলেন শুভেন্দু অধিকারী কি করে বুঝবেন কতটা ডেভলপমেন্ট হয়েছে কাঁথিতে।তিনি তো অশিক্ষিত গ্রাজুয়েশন কমপ্লিট না করে জালি সাটিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।জেলার যুব সভাপতি এরূপ মন্তব্য আবারো নতুন করে রাজনৈতিক বিড়ম্বনা কে আরো ত্বরান্বিত করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ । তবে নন্দীগ্রাম বিধানসভা ২০২১ এর ভোটে রাজ্য রাজনীতির এক বিরলতম অধ্যায় হতে চলেছে এটা বলাই বাহুল্য ।
No comments