Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বাম কংগ্রেসের যৌথ মহামিছিলে মহম্মদ সেলিম

দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে কৃষক স্বার্থবিরোধী তিনটি কৃষি আইন বাতিল, সকলের জন্য খাদ্য ও সুচিকিৎসার দাবিতে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তমলুক ও হলদিয়া বাম সহযোগী দল জাতীয় কংগ্রেসের ডাকে হলদিয়া সিটি সেন্টার সমাবেশ অ…

 




দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে কৃষক স্বার্থবিরোধী তিনটি কৃষি আইন বাতিল, সকলের জন্য খাদ্য ও সুচিকিৎসার দাবিতে, অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে তমলুক ও হলদিয়া বাম সহযোগী দল জাতীয় কংগ্রেসের ডাকে হলদিয়া সিটি সেন্টার সমাবেশ অনুষ্ঠিত হয়। তার আগে কদমতলা থেকে হলদিয়া সিটি সেন্টার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার মহামিছিলে অংশগ্রহণ করেন কয়েক হাজার বাম ও কংগ্রেস সমর্থিত কর্মীগণ। এই সভায় উপস্থিত ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিম ছিলেন কংগ্রেসের নেতৃত্ব শুভঙ্কর সরকার, অমৃত মাইতি প্রমূখ। সমাবেশে বক্তব্য রাখেন মহম্মদ সেলিম বলেন কেন্দ্রের জনবিরোধী নীতি কৃষি আইন বাতিল করার দাবি নিয়েই আজকের সভা। বামপন্থীরা স্লোগান তুলেছিলেন নাঙ্গল যার জমি তার। বর্তমান কেন্দ্রীয় সরকার আইন এনেছেন অর্থ যার জায়গা তার এই আইন  বাতিলের দাবিতে গত দুইমাস ধরে দিল্লির রাজপথে কৃষকদের আন্দোলন আমরা সমবেদনা জানাই। কৃষকরা লকডাউন এর মাঝে যদি  ফসল উৎপাদন না করতেন তাহলে আমরা মারা যেতাম খেতে পেতাম না ।সেই কৃষকরা ন্যায্যমূল্য পায়না। গুদামের মালিক মহাজন' মুনাফা নিচ্ছেন।আর সেই ধরনের আইন প্রণয়ন করেছেন কেন্দ্রীয় সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি লকডাউনে বললেন কেউ বাইরে বেরোবেন না। আর  প্রধানমন্ত্রী সংসদ  পিছন দরজা থেকে কৃষি আইনের মতো বিভিন্ন কয়েকটি আইন সংসদে পাশ করে নিলেন। তারই প্রতিবাদে বাম এবং কংগ্রেস পশ্চিমবঙ্গে একজোট হয়ে আগামী দিনে আন্দোলনের সূচনা।আগামী দিনে বাম কংগ্রেসের যৌথ আন্দোলন সারা রাজ্য জুড়ে চলবে। বর্তমান সরকার রয়েছে আমাদের ভাষায় বর্বর সেই সেই দলকে সমর্থন করেছেন অধিকারী পরিবার। কেন্দ্র ও রাজ্য দুই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন।


No comments