পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সৈকত নগরী অাজ তৃণমূল কংগ্রেসের জনজোয়ার দেখল।মহামিছিল ও জনসভায় জনতার গর্জনে দীঘায় একই ধ্বনি প্রতিফলিত হল মমতা বন্দ্যোপাধ্যায় অাপ সংঘর্ষ করো জনতা তুমহারা সাথ হ্যায়।মমতা তুম অাগে বড়ো হামলোগ তুমহারা সাথ হ্য…
পূর্ব মেদিনীপুর জেলার দীঘা সৈকত নগরী অাজ তৃণমূল কংগ্রেসের জনজোয়ার দেখল।মহামিছিল ও জনসভায় জনতার গর্জনে দীঘায় একই ধ্বনি প্রতিফলিত হল মমতা বন্দ্যোপাধ্যায় অাপ সংঘর্ষ করো জনতা তুমহারা সাথ হ্যায়।মমতা তুম অাগে বড়ো হামলোগ তুমহারা সাথ হ্যায়।তৃণমূল কংগ্রেসের ১৫ হাজারের ও বেশি মানুষের মহামিছিল দীঘা বাইপাসের স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে নিউ দীঘা মাঠ পর্যন্ত পরিক্রমা করে। পরে নিউ দীঘা মাঠে জনসভায় সভাপতিত্ব করেন রামনগর-১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিতাই সার।বক্তব্য রাখেন জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা বিধায়ক অখিল গিরি, জেনারেল তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সেক অানোয়ার উদ্দিন, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, অবন্তী মন্ডল,সুশান্ত পাত্র,অশোক বিশাল,উত্তম দাস,কল্যাণ জানা প্রমুখ নেতৃবৃন্দ। বিধায়ক অখিল গিরি বলেন দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন শিশির অধিকারী কিন্তু পুত্র শুভেন্দু অধিকারী দুর্নীতির অভিযোগ করছেন অপরের বিরুদ্ধে। এটা দ্বিচারিতা ছাড়া কিছুই নয়। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসাবে অখিল গিরি দুর্নীতিমুক্ত প্রশাসন সুনিশ্চিত করার অাশ্বাস দেন।জেলা তৃণমূল কংগ্রেসের কোঅরডিনেটর মামুদ হোসেন বলেন যে পরিবার ২০ বছরের বেশী ধরে তৃণমূল কংগ্রেস ও মমতার ক্ষমতা ভোগ করে দুর্নীতির চরম শিখরে আরোহন করলেন তিনিই এখন বিজেপির পতাকাতলে সামিল হয়ে সাধু সাজার চেষ্টা করছেন। তাঁর মিথ্যাচারে হিটলারের তথ্য মন্ত্রী গোয়েবলস ও বিশ্বাসঘাতকতায় মীরজাফর ও লজ্জা পাবেন বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন। জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি তাঁর বক্তব্যে বলেন যিনি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সম্মান পাননি বলে অভিযোগ করছেন তিনি বিজেপি তে গিয়ে দিলীপ ঘোষের পায়ের তলায় বসে অাত্মসম্মানের বড়াই করছেন। সাম্প্রদায়িক মেরুকরণের তাস খেলে মসনদে বসার খোঁয়াব দেখছেন। অাসন্ন নির্বাচনে মানুষ বিশ্বাসঘাতকতার সমুচিত জবাব দেবেন বলে জানান সুপ্রকাশ গিরি।
No comments