Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার বিশিষ্ট ব্যবসায়ী বিজেপি থেকে তৃণমূলে যোগদান

করোণা আবহাও কাটতে না কাটতেই সাধারণ মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আর রাজনীতির তাপ উত্তাপ এর মধ্য দিয়ে এখন রাজ্য রাজনীতি বড়ই গরম । শুভেন্দু অধিকারী তৃণমূল দল ত্যাগ করার পরেই রাজ্য রাজনীতি নড়েচড়ে বসেছে। সামনে বিধানস…

 




করোণা আবহাও কাটতে না কাটতেই সাধারণ মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। আর রাজনীতির তাপ উত্তাপ এর মধ্য দিয়ে এখন রাজ্য রাজনীতি বড়ই গরম । শুভেন্দু অধিকারী তৃণমূল দল ত্যাগ করার পরেই রাজ্য রাজনীতি নড়েচড়ে বসেছে। সামনে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া তপশীল জাতি অন্তর্ভুক্ত  (সংরক্ষিত) বিধানসভা। সেই বিধানসভায় দলের প্রার্থীকে হবে সেই নিয়ে যেমন দলীয় কর্মীদের চিন্তার ভাঁজ ফেলেছে। ঠিক তেমনি ভাবে যারা কর্মী হিসেবে রয়েছেন কেউ বলছেন এবারের প্রার্থী হোক হলদিয়ার। বহিরাগত নয়; কিন্তু সবটাই ঠিক করবে দলীয়  রাজ্য রাজনীতি। আজ সিপিআই(এম) পার্টি প্রাপ্ত লোকাল কমিটির সদস্য, কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি কলিকাতা রাজ্য দপ্তরে গিয়ে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন সুরেশ করণ বিশিষ্ট ব্যবসায়ী। মোহভঙ্গ হয়ে আজ মা মাটি মানুষ সরকারের তৃণমূলের পতাকা তুলে নিলেন। পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র হাত থেকে।পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বর্তমান সভাপতি মন্ত্রী ড.সৌমেন কুমার মহাপাত্র  এর হাত ধরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিশিষ্ট ব্যবসায়ী সুরেশ করণের সাথে শতাধিক কর্মী  হলদিয়া,খেজুরী ও নন্দীগ্রামের অসংখ্য অনুগামী মানুষ জন।উপস্থিত ছিলেন হলদিয়ার  শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি  দেবপ্রসাদ মন্ডল,হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান সাধন জানা প্রমূখ।




No comments