Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া তপন মালিক এর মৃতদেহ এল; এলাকায় উত্তপ্ত আহত ১

বিজেপি এক কর্মীকে মারধর ও তার বাড়ি লুটপাটের অভিযোগে ১০ ই জানুয়ারি শান্তি মিছিল বের করে বিজেপি। তৃণমূল কংগ্রেস দাবি করে ওই বিজেপি কর্মীর নয় ও তৃণমূলের কর্মী ছিলেন। আর যারা মারধর করেছেন তারা জল্লাদ বাহিনী । পুলিশ সাধারণ মানুষের …

 




বিজেপি এক কর্মীকে মারধর ও তার বাড়ি লুটপাটের অভিযোগে ১০ ই জানুয়ারি শান্তি মিছিল বের করে বিজেপি। তৃণমূল কংগ্রেস দাবি করে ওই বিজেপি কর্মীর নয় ও তৃণমূলের কর্মী ছিলেন। আর যারা মারধর করেছেন তারা জল্লাদ বাহিনী । পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারেনি তাই তৃণমূল কংগ্রেস জেলা সহ-সভাপতি  বলেছিলেন দলীয়ভাবে আমরা ২৪ ঘন্টা নিরাপত্তা দেব।তাদের পরিবারসহ এলাকায়। ভাগ্যের পরিহাস গতকাল ১৮ জানুয়ারী তার মরদেহ এলো ভবানীপুর ১৯  নম্বর ওয়ার্ডে ।তাকে শ্রদ্ধা জানাতেই গিয়েছিলেন অনেকেই। বিজেপি কর্মীরা গিয়েছিলেন তাদের মারধর করা হয়েছে এখন একজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। হলদিয়া কলকাতা পোট ভারতীয় মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রদীপ  বিজলী বলেন কথায় আছে বিনাশকালে বুদ্ধিনাশ । তৃণমূলের মে মাসের পর একটা ঝান্ডা রাস্তায় দেখতে পাওয়া যাবে নাকি তার কোন ঠিক নেই। কিন্তু এদের নারকীয় অত্যাচার যেন থামছেই না। শান্ত হলদিয়া কে অশান্ত করার খেলায় যারা নেমেছে , যারা আগুন নিয়ে খেলতে নেমেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা ততটাই মারুন যতটা সহ্য করতে পারবেন । ১৯ নং ওয়ার্ডের বিজেপি কার্যকর্তা তপন মালিকে নৃশংস ভাবে মারধর করে তৃণমূলের কাউন্সিলর পম্পা প্রধানের এর স্বামী ও ছেলে এবং বেশ কয়েকজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে গতকাল শহীদ হন তপন মালী । এদের নারকীয় তান্ডব যেন তবুও থামবে না। তপন মালী কে শ্রদ্ধা জানাতে বিজেপির পক্ষ থেকে গিয়েছিল হলদিয়া নগর মন্ডল ৩ এর সভাপতি ভাতৃসম  কার্তিক চন্দ্র দাস এবং কয়েকজন কার্যকর্তা কিন্তু শ্রদ্ধা জানাতে দেয়নি এই জল্লাদরা মন্ডল সভাপতি কার্তিক কে বেধড়ক ভাবে মারধর করে এবং কয়েকজন কর্মী ভীষণ ভাবে আক্রান্ত হয় ।কার্তিক দাস এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রাতেই জেলা সভাপতি নবারুণ নায়েক , বিধায়ক তাপসী মন্ডল , বিধানসভার কনভেনর অনীত সুকুল , রাজু ভূঁইয়া , আশুতোষ মন্ডলের এর উপস্থিতিতে কার্তিক কে প্রাথমিক চিকিৎসা এর পর চোট গুরুতর হওয়ায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । সর্বময় ঈশ্বরের কাছে কার্তিকের সুস্থতা প্রার্থনা করে একটাই কথা বলবো এইভাবে যদি সন্ত্রাস চলে আগামীদিনে কিন্তু আমাদের অন্য কিছু ভাবতে হবে । কেউ বিচলিত হবেন না আমাদের নেতৃত্ব রা যথাসময়ে ঠিক ব্যাবস্থা নেবেন।


No comments