Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রাম্ভন ভাতা পেয়েছেন ,তারা তৃনমূলের বুথকর্মী মন্তব্য পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র

পশ্চিমবঙ্গ সনাতন ব্রাম্ভন ট্রাস্টের পক্ষ থেকে ব্রাম্ভনদের মাসিক ভাতা সহ ৯ দফা দাবী নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছে।বর্তমান রাজ্যসরকার মাসিকভাতার কথা বললেও হাতেগোনা কিছু মানুষ পেলেও বেশিরভাগ দুঃস্থ ব্রাম্ভনরা এর আওতায় এখনও পাননি বলে অভিযোগ…

 





পশ্চিমবঙ্গ সনাতন ব্রাম্ভন ট্রাস্টের পক্ষ থেকে ব্রাম্ভনদের মাসিক ভাতা সহ ৯ দফা দাবী নিয়ে দীর্ঘদিন ধরে লড়ছে।বর্তমান রাজ্যসরকার মাসিকভাতার কথা বললেও হাতেগোনা কিছু মানুষ পেলেও বেশিরভাগ দুঃস্থ ব্রাম্ভনরা এর আওতায় এখনও পাননি বলে অভিযোগ।এইরকম ৯ দফা দাবীতে সোচ্চার হয়ে আগামী ২৯ শে জানুয়ারী ধর্মতলায় জনসভার আয়োজন আয়োজন করা হয়েছে।এই জনসভার প্রস্তুতি সভা হল রবিবার মেছেদায়।এই সভায় এদিন উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাম্ভন ট্রাস্টের রাজ্য সম্পাদক শ্রীধর মিশ্র।এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার একাধিক ব্রাম্ভন ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এদিন রাজ্যসম্পাদক শ্রীধর বাবু হুশিয়ারি দেন,সরকারের পক্ষ থেকে যে কয়েকজন মানুষকে ভাতা দিয়েছেন,তারা তৃনমূলের বুথকর্মী।ব্রাম্ভন ট্রাস্টের আন্দোলনকারী কেউ পাননি।ভোটের আগে ব্রাম্ভনদের পাশে রাজ্যসরকার যদি না দাঁড়ায় তাহলে ভোটের ফলেও প্রভাব পড়তেপারে ক্ষুব্ধব্রাম্ভনদের।মোটের ওপর ব্রাম্ভনট্রাস্টের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয় রাজ্যসরকারকে।তবে ২৯ তারিখের সভায় উপস্থিত থাকতেও পারেন শুভেন্দু অধিকারী এমনই আভাস পাওয়া গেলো শ্রীধর বাবুর মুখে।তিনি বলেন, ব্রাম্ভন হিসেবে রাজীব ব্যানার্জী কেন শুভেন্দু অধিকারী কিংবা অভিষেক ব্যানার্জীও আসতে পারেন।সবার জন্যই ব্রাম্ভনট্রাস্টে অবারিত দ্বার।তবে ভোটের আগে এই বিক্ষোভ বা জনসভা ভোটের ক্ষেত্রে প্রভাব পড়তে পারে সে বিষয়ে সন্দেহ নেই।


No comments