Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আবিষ্কৃত 24 ঘন্টা ঘড়ির চলচ্চিত্রায়ন প্রদর্শনীর জন্য আন্তর্জাতিক সম্মাননাতে সম্মানিত হন দুর্গারানী দে

স্যার জে সি বোস সাইন্স ম্যাথ পাপেটারি  ফিলম্ ফেস্টিভাল ইন্টারন্যাশনাল: ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ও বিজ্ঞান প্রসারের স্বায়ত্তশাসিত অধিদপ্তর সংস্থা   ভিপনেট রামন সায়েন্স এন্ড টেকনোলজি ফাউন্ডেশন , ন্যাশনাল কাউন্সিল …

 






স্যার জে সি বোস সাইন্স ম্যাথ পাপেটারি  ফিলম্ ফেস্টিভাল ইন্টারন্যাশনাল: ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ও বিজ্ঞান প্রসারের স্বায়ত্তশাসিত অধিদপ্তর সংস্থা   ভিপনেট রামন সায়েন্স এন্ড টেকনোলজি ফাউন্ডেশন , ন্যাশনাল কাউন্সিল অফ টিচার সাইন্টিস্ট ইন্ডিয়া, এপিজে আবদুল কালাম ন্যাশনাল কাউন্সিল অফ ইয়ং সাইন্টিস্ট ইন্ডিয়ার সমন্বয়ে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এন্ড ইন্ডিয়া ত্রিপুরা অধ্যায় দ্বারা আয়োজিত বিশ্বের প্রথম স্যার জে সি বোস আন্তর্জাতিক বিজ্ঞান এবং গণিত পুতুল নাচ চলচ্চিত্র উৎসবে অনলাইন প্লাটফর্মে গত 30 শে নভেম্বর, 2020, স্যার জগদীশচন্দ্র বসুর একশ বাষট্টি তম জন্ম দিবস উদযাপন অনুষ্ঠানের সঙ্গে বিজ্ঞান ও গণিতে উদ্ভাবনী মূলক ফিল্ম প্রদর্শনী কর্মের জন্য  আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এক চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতি দুর্গারানী দে মহাশয়া। বিশ্বে প্রথম এই পুরস্কারে  শিক্ষিকা দুর্গা রানী দের ছাড়াও আরও তিন জন  শিক্ষককে   বিজ্ঞান ও গণিতে উদ্ভাবনীমূলক কর্মের ফিল্ম প্রদর্শনীর  জন্য আন্তর্জাতিক সম্মাননা তে সম্মানিত করা হয়। শিক্ষক ছাড়াও এই অনুষ্ঠানে উদ্ভাবনী কাজের জন্য 4 জন ছাত্রকেও  আন্তর্জাতিক সম্মাননা তে সম্মানিত করা হয়। বিশ্বে প্রথম বার অনুষ্ঠিত স্যার জুসি বুবস বিজ্ঞান এবং গণিত পুতুলনাচ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন ভারত সরকারের অধীন সংস্কৃতিমন্ত্রী জাতীয় কাউন্সিলের কোলকাতার বিড়লা শিল্প ও প্রযুক্তি জাদুঘর ডক্টর ভিএস রামচন্দ্রন। অনুষ্ঠানে ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর গৌতম বসু জগদীশচন্দ্র বসু বিষয়ে বক্তব্য রাখেন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করেনইন্ডিয়ার জাতীয় চেয়ারম্যান ডঃ চন্দ্রমৌলি যোশিজি।এপিজে আবদুল কালাম ন্যাশনাল কাউন্সিল অফ ইয়ং সাইন্টিস্ট ইন্ডিয়ার জাতীয় দিরেক্টর গজেন্দ্র গোপালজি এবং ন্যাশনাল কাউন্সিল অফ টিচার সাইন্টিস্ট ইন্ডিয়ার জাতীয় সচিব সন্দীপ পাতিল।অল ইন্ডিয়া রামানুজন ম্যাথের জাতীয় সম্পাদক ও বিশিষ্ট গণিত লেখক ডক্টর রাজেশ কুমার ঠাকুর এবং ব্রাজিলের একাডেমিক ডিরেক্টর ওজিমার পেরেরিও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্মাননায় সম্মানিত শিক্ষক ও ছাত্রদের বিজ্ঞান ও গণিত ভিত্তিক পুতুল নাচ চলচ্চিত্র ছায়াছবি গুলি প্রদর্শিত হয়। সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা ও নকশা করেছেন তাঁর উদ্ভাবনী শক্তি দিয়ে, ভারতের ন্যাশনাল কাউন্সিল অফ টিচার সাইন্টিস্ট ইন্ডিয়ার জাতীয় কমিটির জাতীয় যুগ্ম সম্পাদক এবং ন্যাশনাল কাউন্সিল অফ টিচার্স এন্ড ইন্ডিয়া ত্রিপুরা অধ্যায়ের যৌথ দায়িত্ব প্রাপ্ত বিশিষ্ট শিক্ষক অঞ্জন বনিক মহাশয়।ভারতবর্ষে ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রদর্শনী অনুষ্ঠানে তাদের উদ্ভাবনী শক্তির চলচ্চিত্রায়ন নিয়ে অংশগ্রহণ করেছিলেন। শিক্ষিকা শ্রীমতি দুর্গারানী দে তার আবিষ্কৃত 24 ঘন্টা ঘড়ির চলচ্চিত্রায়ন প্রদর্শনীর জন্য আন্তর্জাতিক সম্মাননাতে সম্মানিত হন।। উল্লেখ্য শ্রীমতি দুর্গারানী দে  2020র মার্চ মাসে শিক্ষকের ক্ষেত্রে তাঁর বিশেষ  উদ্ভাবনী কর্মের জন্য মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ভারত সরকার কর্তৃক অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেটে সম্মানিত হন। এছাড়াও শিক্ষা ক্ষেত্রে তার উদ্ভাবনী কর্মের জন্য অরবিন্দ সোসাইটি কর্তৃক দুই বার ইনোভেটিভ শিক্ষক হিসাবে জাতীয় সম্মাননায় সম্মানিত হন। তার এই উদ্ভাবনীমূলক পুরস্কার প্রাপ্তিতে শিক্ষা জগৎ ও সমাজ আনন্দিত।।


No comments