Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জরাজীর্ণ কাঁকটিয়া সেতুতে ঘটতে পারে বিপদ অথচ ভ্রুক্ষেপ নেই প্রশাসনের

সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে কি হুঁশ ফিরবে প্রশাসনের’’—পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত কাঁকটিয়া বাজারে কাঁকটিয়া সেতুটির অবস্থা দেখে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় বাসিন্দারা ।বাসিন্দারা একাধিক বা…

 




সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পরে কি হুঁশ ফিরবে প্রশাসনের’’—পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত কাঁকটিয়া বাজারে কাঁকটিয়া সেতুটির অবস্থা দেখে এভাবেই ক্ষোভ উগরে দিয়েছে স্থানীয় বাসিন্দারা ।বাসিন্দারা একাধিক বার দাবি জানালেও সংস্কার হয়নি সেতুর। যে কোনও সময় সেতু ভেঙে পড়ার আশঙ্কা করছেন তাঁরা। উল্লেখ্য, কাঁকটিয়ার এই মূল সেতুটির উপর ধরেছে ফাটল অথচ সেতু নির্মাণের কাজে দেখা মিলেনি প্রশাসনের। দীর্ঘ ৬০ বছর আগে নির্মাণ হয়েছিল এই সেতুটি অথচ আজও তার জরাজীর্ণ। কিন্তু সেই জরাজীর্ণ দশা'কে নির্মাণ করার কাজে দেখা মেলেনি কোন নেতা নেতৃত্বের।সম্প্রতি সেতুটির মাঝখানের কিছু অংশ ফাটল ধরেছে।তবে হলদিয়া রাজ্য সড়কের ওপর দিয়ে  প্রচুর পরিমাণে ভারী পণ্যবাহী লরি যাতায়াত বাড়ছে। এই সকল ভারী গাড়ি গুলি ভয়াবহ দ্রুত গতিতে যাতায়াতের কারণে পথচারী ও পড়ুয়াদের রাস্তা পারাপার ও ছোট গন পরিবহন যানবাহন এর যাতায়াত প্রায় দুঃসাধ্য হয়েছে। তবে ভারী পণ্যবাহী যানবাহনের জন্য যে কোনো দিন ভেঙে পড়ে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে মানুষের।ভারী পণ্যবাহী গাড়ি গুলি র বেপরোয়া ও খামখেয়ালি চালানোর জন্য মাঝে মধ্যেই পথ অবরোধ হয়ে পড়ছে, সেকারণে অ্যাম্বুলেন্সের যাতায়াত কঠিন হয়ে পড়ছে। অহরহ আমাদের ছোট বড়ো পথ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। গ্রামবাসীদের দাবি,অতীতে এলাকাবাসীরা বিভিন্ন ভাবে চেষ্টা করেও কোন ফলপ্রসূ সমাধানে আসতে পারেনি। এই রাস্তা ব্যতীত আমাদের কোন বিকল্প রাস্তা নেই। এমতাবস্থায় আমরা সরকারের কাছে বারবার জানিয়েও কোন সুরাহা মিলেনি। তারা এমনটাই বলেন  যতদিন পর্যন্ত ফুটপাত সহ নতুন সেতু কাঁকটিয়া বাজারে না হচ্ছে ততদিন কেবলমাত্র এই সকল ভারী পণ্যবাহী গাড়ি গুলিকে বিকল্প পথে পাঠানোর ব্যবস্থা করলে হয়তো সেতুটি কে বাঁচানো যাবে অথবা পুনরায় এই সেতুটির নির্মাণ করা প্রয়োজন।এবিষয়ে শহীদ মাতঙ্গিনী ব্লকের নবনিযুক্ত বিডিও অমিত গায়েন বলেন,কাঁকটিয়ার জরাজীর্ণ সেতু মেরামতির জন্য এলাকাবাসীর তরফে এখন পর্যন্ত কোনো আবেদন জানোনো হয়নি।তবে পরবর্তী দিনে  একালাবাসীরা ব্লক অফিসে আবেদন করলে পরিস্থিতি ক্ষতিয়ে দেখা হবে।


No comments