Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার প্রবেশদ্বারে ভেঙে যাওয়া হলদিয়া গেট রিপিয়ারিং কাজ শুরু

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া প্রবেশদ্বার হাইরোড মোড়।  এইচডি এ চেয়ারম্যান শুভেন্দু অধিকারী হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার 2 লোকসভার অধিকাংশ এলাকা  ঘিরে হলদিয়া উন্নয়ন পর্ষদের কাজ ত্বরান্বিত হয়েছিল। একদিকে জাতীয় সড়ক১১৬(বি) …

 




পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া প্রবেশদ্বার হাইরোড মোড়।  এইচডি এ চেয়ারম্যান শুভেন্দু অধিকারী হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার 2 লোকসভার অধিকাংশ এলাকা  ঘিরে হলদিয়া উন্নয়ন পর্ষদের কাজ ত্বরান্বিত হয়েছিল। একদিকে জাতীয় সড়ক১১৬(বি) দিঘা গেট দীঘা উন্নয়ন পর্ষদ এর উদ্যোগে। এবং ৪১ নম্বর জাতীয় সড়ক হলদিয়ার প্রবেশদ্বারে হলদিয়া গেট দুটি ভিন্ন ফলক তৈরি করেছিল। গত ২০মে  আম্ফান ঘূর্ণিঝড় শিল্পাঞ্চল এলাকা কারখানা থেকে শুরু করে সবুজের বাতাবরণকে ধ্বংস করেছিল। হলদিয়া বহু গাছ নষ্ট করেছে ,সেই আম্ফানে ঘূর্ণিঝড় দগদগে ঘা এখনো শুকায়নি। গ্রামবাংলা ইলেকট্রিক পোস্ট ভেঙে রয়েছে, পৌর এলাকায় এখনো অনেক রাস্তায় আলো নেই। যদিও পৌরসভার কাজ শুরু করেছে। ধীরে ধীরে জাতীয় সড়ক উপরে হলদিয়ার ধ্বংস হওয়া  ঘূর্ণিঝড়ে সেই হলদিয়া গেট এর কাজ শুরু করলো।

No comments