Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জায়গা হস্তান্তর করেও পড়ে রইল দু'বছর! কবে হবে আধুনিক বাস স্ট্যান্ড প্রশ্ন এলাকা মানুষের

২০১৮ সালের আগস্টে হলদিয়া বন্দরের প্রায় তিন একর জায়গা থাকা টাউনশিপ সেন্ট্রাল বাস স্ট্যান্ড পরিবহন দপ্তরের আর্থিক সহযোগিতায় হলদিয়া পৌরসভার আওতায় আসে। তৎকালীন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তরের তরফ থেকে সেই টাকা দিয…

 








২০১৮ সালের আগস্টে হলদিয়া বন্দরের প্রায় তিন একর জায়গা থাকা টাউনশিপ সেন্ট্রাল বাস স্ট্যান্ড পরিবহন দপ্তরের আর্থিক সহযোগিতায় হলদিয়া পৌরসভার আওতায় আসে। তৎকালীন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবহন দপ্তরের তরফ থেকে সেই টাকা দিয়েছিলেন হলদিয়া বন্দর কে। সেই জন্য ধন্যবাদ জ্ঞাপন করে শতাধিক ফ্লেক্স টাঙ্গানো হয়েছিল হলদিয়া পৌরসভা এলাকায়। হস্তান্তরের পর হলদিয়া আধুনিক মানের বাস স্ট্যান্ড পেতে চলেছে বলে প্রচার করে পৌরসভা। এরপর বছর পর বছর কেটে গেল এখনও পর্যন্ত হলদিয়া টাউন শিপে সেই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উন্নতি হয়নি বলে অভিযোগ। তবে কোন রকমের নিজেদের বাসগুলি দেখভাল করেন বাস কর্মীরা। বাস স্ট্যান্ড না রয়েছে কোন বিশ্রামাগার, না রয়েছে শৌচাগার, একদিকে করো না আবহের প্রত্যেকটি  বাসকেস্যানিটাইজার করার কথা বলা হয়েছে। কিন্তু কোন কিছুই পরিকাঠামো নেই এই বাসস্ট্যান্ডে। এমনকি বাস কর্মীরা সকালে স্নান বা প্রাতঃকৃত্য পর্যন্ত  করতে পারে না। বাস চালক বলেন দীর্ঘদিন ধরেই এখানে পরিকাঠামো উন্নয়ন করা আবেদন জানিয়ে আশা হচ্ছে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। পৌরসভা প্রাচীরের কাজশুরু হলো মাত্র। পৌরসভার উদ্যোগে প্রাচীরের কাজ দু বছরের বেশি সময় কেটে গেল। আধুনিক মানের বাস স্ট্যান্ড তৈরি করতে কত বছর পেরিয়ে যাবে তার কোন ঠিক নেই। কয়েক মাস পরেই নির্বাচনের ঢাকে কাঠি পড়বে ।আদৌ এই বাস স্ট্যান্ড  তৈরি হবে ।৩৪ বছর ক্ষমতায় ছিলেন বামফ্রন্ট সরকার। তারা একটা জায়গায় বাস স্ট্যান্ড করার জন্য  উদ্বোধন হয়েছিল কিন্তু জায়গা জটিলতা নিয়ে বন্ধ হয়ে যায়। সরকার বদলে যাওয়ার পর সে উন্নয়ন ও হয়নি। পরবর্তীকালে মা মাটি মানুষের সরকার ক্ষমতায় এসে সিপিটির কাছ থেকে জায়গা নিয়ে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে সেই জায়গার মূল্য দেওয়ার পর পৌরসভার হাতে তুলে দেওয়া হয়। বর্তমান পৌরসভা শাসক ওরাজ্য সরকারের প্রতিনিধিত্ব করছেন। রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী ভোটাধিকার ওই এলাকায় নিজে যেখানে বসবাস করেন তার এলাকার ইউনিয়ন হতে অনেক সময় লেগে গেল। সামনে নির্বাচনে কে  যাবে তার কোন ঠিক নেই । রাজ্য রাজনীতি বড়ই জটিল। মাঝখানে  সাধারণ মানুষ উন্নয়নের জন্য হা উতাস করে যাবে। বর্তমানে বাসস্ট্যান্ডে  দাঁড়িয়ে শোচনীয় অবস্থায় যাত্রীদের কোন বিশ্রামাগার ছাড়াই বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় বাসের জন্য। হলদিয়া বাসিন্দা সুতপা দাস  বলেন বাসের জন্য অপেক্ষা করতে হলে এমনকি দাঁড়িয়ে থাকতে হয় ।বসার জায়গা নেই, শৌচাগার নেই, দেখে ছিলাম বছর দুয়েক আগে তৎকালীন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী কে ধন্যবাদ দিয়ে ফ্লেক্স দিয়ে সাজানো হয়েছিল। তারপর আর কোন কাজ হয়নি। পৌরসভার সূত্রে খবর সেন্ট্রাল বাস স্ট্যান্ডের প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়েছে। পৌর পরিষদ নারায়ণ চন্দ্র প্রামাণিক বলেন বাস স্ট্যান্ডের প্রাচীর দেওয়ার কাজ শুরু হয়েছে। উন্নত মানের সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরীর রূপরেখা তৈরি করে রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। কিন্তু যে পরিমাণ টাকা লাগবে সেই পরিমাণ টাকা এখন পর্যন্ত পাওয়া যায়নি। টাকা এবং অনুমোদন পেলে তবেই বাস স্ট্যান্ডের কাজ শুরু হবে।






No comments