Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে প্যাসেন্জার রিজার্ভেশন সিস্টেম চালুর দাবিতে ডেপুটেশন





দীর্ঘ কয়েক মাস অর্থাৎ লকডাউনের সময় থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনের PRS সেন্টার বা প্যাসেন্জার রিজার্ভেশন  সিস্টেম এর অফিসটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এরফলে কোলাঘাট সহ পর্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের দাশপুর ২ ব্লকের বহু রেলযাত্…

 






দীর্ঘ কয়েক মাস অর্থাৎ লকডাউনের সময় থেকে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট স্টেশনের PRS সেন্টার বা প্যাসেন্জার রিজার্ভেশন  সিস্টেম এর অফিসটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এরফলে কোলাঘাট সহ পর্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুরের দাশপুর ২ ব্লকের বহু রেলযাত্রীদের রেলের টিকিট রিজার্ভেশনের জন্য দূরবর্তী মেছেদা বা বাগনানে যেতে হচ্ছে।ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে এলাকার কয়েক হাজার মানুষ।এলাকার মানুষদের দাবী অবলম্বে পুনরায় রিজার্ভেশন কাউন্টারটি খুলতে হবে আর এরই দাবীতে শুক্রবার কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে স্টেশন ম্যানেজার শঙ্কর ঘোষ দস্তিদারের কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। সামাজিক সেবা সমিতির সম্পাদক আবিদার মল্লিক জানান,এই PRS সেন্টারটি অবিলম্বে খুলতে হবে।আজ কোলাঘাট স্টেশন ম্যানেজারের কাছে ডেপুটেশনের কপি তুলে দেওয়া হয়।যদি একসপ্তাহের মধ্যে রেল কর্তৃপক্ষ ব্যবস্থাগ্রহন না করে তাহলে বৃহত্তর আন্দলোনে নামা হবে।তবে স্টেশন ম্যানেজার শঙ্কর বাবু জানান,ডেপুটেশন পেয়েছি,বিষয়টি উর্দ্ধতম কর্তৃপক্ষকে জানানো হবে।

No comments