Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কিন্তু চাহিদাতো আছে!ব্রুডার নিচ্ছে কেন ? চাহিদা আছে বলেই ব্রিডিং করতে চাইছে হ্যাচারি মালিকরা

চাহিদা বাড়ছে বলে ইতিমধ্যে নৈহাটির বাবলু পাত্র পেংবা মাছ নিয়েছেন ব্রিডিং করবে বলে। হুগলির পোলবা ব্লকের ব্রিডিং হচ্ছে।পেঙবা ব্রুড সব হলদিয়া থেকে নিয়ে যাচ্ছে। বর্ধমানের বিপুল মল্লিক, পশ্চিম মেদিনীপুরের পঞ্চানন বেরা প্রমুখ ব্রুডা…

 





চাহিদা বাড়ছে বলে ইতিমধ্যে নৈহাটির বাবলু পাত্র পেংবা মাছ নিয়েছেন ব্রিডিং করবে বলে। হুগলির পোলবা ব্লকের ব্রিডিং হচ্ছে।পেঙবা ব্রুড সব হলদিয়া থেকে নিয়ে যাচ্ছে। বর্ধমানের বিপুল মল্লিক, পশ্চিম মেদিনীপুরের পঞ্চানন বেরা প্রমুখ ব্রুডার নিয়েছেন।চাহিদা এবছর অনেকছিল। চারা যোগান দেওয়া যায়নি। খেজুরির বিবেক দাস সিফা থেকে এনে মাছের চারা বিক্রি করেও চাহিদা পৃরন করতে পারেনি।শরৎ ভৌমিক বলেন এবারে হলদিয়া থেকে ব্রুডার হিসেবে অনেক বেশি দামে হ্যাচারি মালিকরা কিনছেন। হলদিয়ার পেঙবা চাষি দেখছেন , বাজারে খাওয়া মাছের চেয়ে ব্রুড হিসেবে হ্যাচারি মালিককে বিক্রি করলে চটকা বেশী লাভ। তাই এমন বিক্রি করছে।আর যারা কিনছেন , সে নৈহাটি বাকুড়ার হ্যাচারি মালীকরা এরা সব অভিঞ্জ , এরা জানে পেঙবার চাহিদা আরো বাড়বে আগামী বছর। তাই বেশি দাম হলেও পেঙবা কিনছেন। পেঙবা সাথী ফসল হিসেবে রুই কাতলার সাথে চাষ করলে লাভজনক। পেঙবারএর জন্য আলাদা খরচ নেই। চাষি একশো টাকা কেজিতে বিক্রি করলেও অনেক লাভ।

No comments