Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধে আজ  তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বর্ধিত সভা আয়োজিত হয়। সভায় জেলার ২২৩ টি গ্রামপঞ্চায়েত,২৫ টি ব্লক,৫ টি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ও দলের সাংগঠনিক পদাধিকারীগণ সহ বিভিন্ন গণসংগঠনে…

 




পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৌড়ী স্মৃতিসৌধে আজ  তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির বর্ধিত সভা আয়োজিত হয়। সভায় জেলার ২২৩ টি গ্রামপঞ্চায়েত,২৫ টি ব্লক,৫ টি পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি ও দলের সাংগঠনিক পদাধিকারীগণ সহ বিভিন্ন গণসংগঠনের জেলা নেতৃত্ব উপস্থিত ছিলেন।  সভায় সভাপতিত্ব করেন  বিধায়ক ফিরোজা বিবি।সভায় বক্তব্য রাখেন রাজ্য সরকারের মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র, জেলা কোঅরডিনেটর বিধায়ক অর্ধেন্দু মাইতি, বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর,রাজ্য যুবনেতা সুপ্রকাশ গিরি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, সহঃ সভাধিপতি সেক সুপিয়ান, বিধায়ক অমিয় ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী, সোমনাথ বেরা,বিধায়ক সুকুমার দে,সংগ্রাম দোলাই,তরুণ জানা,নন্দ মিশ্র,জেলা তৃণমূল  যুব সভাপতি পার্থসারথী মাইতি,মৃণাল দাস প্রমুখ নেতৃবৃন্দ। নন্দীগ্রাম গণঅান্দোলনের নেতা সেক সুপিয়ান বলেন অাগামী ৭ ই জানুয়ারী শহীদ স্মৃতি তর্পণ উপলক্ষে ভোর ৩ টায় শহীদদের স্মৃতির উদ্দেশ্য মোমবাতি প্রজ্বলন ও নন্দীগ্রাম কলেজ মাঠে সকাল ৯ টায় শহীদ স্মরণ সমাবেশ অায়োজিত হবে। রাজ্য সরকারের মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র তাঁর বক্তব্যে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারের মেরুকরণর রাজনীতির বিরুদ্ধে ও জনবিরোধী নীতি প্রতিহত করতে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ সংগ্রামে সামিল হতে হবে।প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ তাঁর জোরালো ভাষনে উল্লেখ করেন শুভেন্দু অধিকারী নিজেই বলছেন ২০১৪ সাল থেকেই তাঁর অাত্মা ছিল বিজেপিতে অার মমতার ক্ষমতা ভোগ করার জন্য দেহ ছিল তৃণমূল কংগ্রেসে।রক্ত রাঙানো পথের পথিক অমিত শাহ র পদতলে নিজেকে সমর্পন করে দেহের সাথে অাত্মার মিলন ঘটেছে। পূর্ব মেদিনীপুর জেলা অাজ রাহুমুক্ত হয়েছে বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন। পূর্ব মেদিনীপুরের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাঁটি, বুঝে যাবে দুর্বৃত্ত বলে দৃঢ়তার সাথে ব্যক্ত করেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। জেলা কোঅরডিনেটর অর্ধেন্দু মাইতি অাগামী ১ লা জানুয়ারী বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উদযাপনের অাহ্বান জানান।  ডঃ সৌমেন মহাপাত্র পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি বিধানসভা অাসনেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত বলে জানান।

No comments