ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/iUJ9PEK01cs
বেশ কয়েকমাস ধরেই মন্ত্রী শুভেন্দু অধিকারী দলের প্রোগ্রাম না করে অরাজনৈতিক ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন ।সেই নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন রকম কথাবার্তা শোনা গিয়েছিল । …
ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/iUJ9PEK01cs
বেশ কয়েকমাস ধরেই মন্ত্রী শুভেন্দু অধিকারী দলের প্রোগ্রাম না করে অরাজনৈতিক ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন ।সেই নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন রকম কথাবার্তা শোনা গিয়েছিল । সর্বশেষ ১০ নভেম্বর নন্দীগ্রামের সভা থেকে তিনি বলেছিলেন "রাজনীতির ময়দানে দেখা হবেতো" এই কথায় আরও জল্পনা-কল্পনা বাড়িয়ে দিয়েছিল। রাজনৈতিক মহলে বিভিন্ন কানাঘোষা সংবাদ শোনা গিয়েছিল ।রাজ্যবাসী দেখেছে এই সময় কালে বিভিন্ন জায়গায় তৃণমূল যুব কংগ্রেসের সভা এবং পাল্টা অনুগামী দের সভা আমরা দেখেছি। বিভিন্ন জায়গায় সারা হলদিয়া জুড়ে দাদার অনুগামীদের প্রচার। কিন্তু গতকাল কালী ঘাটে এক সভায় রাজনৈতিক পর্যবেক্ষক ভোট ব্যাংকের পরামর্শদাতা মা মাটি মানুষের সরকারের দলের নির্ণয় কার প্রশান্ত কিশোর এবং রাজ্য যুব সভাপতি অভিষেক ব্যানার্জি দুজনের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর সভা হয়। সেই সভা খুবই গুরুত্বপূর্ণ সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে হয়।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ সৌগত রায় জানান শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়লেও তিনি দলে ছিলেন দলেই আছেন।আর সেই খবর ছড়িয়ে পড়তেই সারা হলদিয়া জুড়ে আবির মেখে ও বাজি ফাটিয়ে উচ্ছাসে মেতে উঠলেন অনুগামীরা।তবে শুভেন্দু বাবুর প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।
No comments