Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং নিউজ ঃ আন্তর্জাতিকে পুরস্কৃত হলেন24 ঘন্টার ঘড়ি কে পুতুলের মত ভাবে তৈরি করে

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষারত্ন  শ্রীমতি দুর্গারানী দে , তার সৃজনশীল আবিষ্কার মূলক কাজ হিসাবে 24 ঘন্টার ঘড়ি কে  পুতুলের মত ভাবে তৈরি করে, আনন্দদায়ক  English…






 




পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এক নম্বর চক্রের নারান্দা নিউ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষারত্ন  শ্রীমতি দুর্গারানী দে , তার সৃজনশীল আবিষ্কার মূলক কাজ হিসাবে 24 ঘন্টার ঘড়ি কে  পুতুলের মত ভাবে তৈরি করে, আনন্দদায়ক  English Rhyme করে তার  ভিডিও রেকর্ডিং করে, আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে পাঠিয়েছিলেন, বিজ্ঞানাচার্য জগদীশচন্দ্র বসুর জন্মদিনের অনুষ্ঠানে। সেখানে এটি পুরস্কৃত হয়েছে শিক্ষকদের মধ্যে থেকে। তাৎক্ষণিকভাবে ইংলিশ  Rhyme তৈরি করে,song পাঠিয়েছিলেন। এক সহস্রের বেশি শিক্ষক যোগদান করেছিলেন এই উৎসবে। তাদের মধ্য থেকে এটি আবিষ্কারক মূলক আনন্দদায়ক সৃজনশীল কাজ হিসেবে তৃতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে। গত 30 নভেম্বর,2020,ZOOM,এ সাড়ে চার ঘন্টার অনুষ্ঠানে এটি, ছাত্র-শিক্ষকদের কাজের শ্রেষ্ঠ প্রদর্শনীতে এটি দেখানো হয় এবং তৃতীয় হিসেবে সম্মানিত করা হয়‌। এই কাজের জন্য শিক্ষিকাকে বিশেষভাবে সম্মানিত করা হয় এবং এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শিক্ষিকার আবিষ্কৃত হাতে তৈরি 24 ঘন্টার ঘড়ি এবং A.M. এর পরিষ্কার ধারণার ভিডিও রেকর্ডিং অনলাইন অফলাইন বিভিন্ন মাধ্যমে বিগত কয়েক বছর ধরে প্রদর্শিত হয়েছে। ছাত্র ছাত্রীদের সঙ্গে শ্রেণি শিখন এর কাজের ভিডিওটিও ইউটিউবে আপলোড করা আছে।

No comments