Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে ৫ দফা দাবিতে ডেপুটেশন

সারারাজ্য জুড়ে ১০ নভেম্বর কর্মবিরতির ডাক দিয়েছে ন্যাশনাল হেল্থ মিশনের কর্মীরা। আর সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে মঙ্গলবার কর্মবিরতি পালন করলেন ন্যাশনাল হেল্থ মিশনের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা।ত…

 




সারারাজ্য জুড়ে ১০ নভেম্বর কর্মবিরতির ডাক দিয়েছে ন্যাশনাল হেল্থ মিশনের কর্মীরা। আর সেই মতো পূর্ব মেদিনীপুর জেলার  প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে মঙ্গলবার কর্মবিরতি পালন করলেন ন্যাশনাল হেল্থ মিশনের স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা।তাদের দাবি,মাসিক বেতন বৃদ্ধি,কর্মীদের স্থায়ীকরণ,কোভিড মহামারীতে মারা গিয়েছেন যারা তাদের পরিবারের ক্ষতিপূরণ ও চাকুরীর ব্যবস্থা করতে হবে।চাহিদামত বদলির ব্যবস্থা করা সহ অন্যান্য পরিষেবা দিতে হবে তবে পরবর্তী দিনে এই সমস্যার সমাধান সঠিকভাবে না হলে পরবর্তী দিনের চিকিৎসা পরিষেবা বন্ধ করে বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দেন।


তাদের দাবি 

১) এন এইচ এম কর্মীদের স্থায়ীকরণ

২) এন এইচ এম কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের আদেশনামা প্রকাশ করতে হবে।

৩) প্রতিটি এন এইচ এম কর্মীদের categorization আওতায় আনতে হবে

৩)  যে সকল পদগুলিতেROP অনুমোদন পায় নাই সেই সকল পদ গুলি কেন্দ্রের ROP তে অনুমোদনের বন্দোবস্ত করতে হবে।

৫) যেসকল এন এইচ এম  কর্মচারী কর্মরত অবস্থায় কিংবা কোভিড ১৯ মারা গিয়েছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ ও চাকরির বন্দোবস্ত করতে হবে।

No comments